মেহেদীকে শিশুকালে তার পরিবারের সবাই খুব আদর যত্ন করত। ফলে সে পরিবারের সবার সাথে মিশে আনন্দ পেত। পরবর্তীতে মেহেদী খেলার সাথি ও বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করত। এখন পরিণত বয়সে এসে সে আশপাশের লোকজনের সাথে মিলেমিশে বসবাস করছে।
মেহেদীর মধ্যে কোন সামাজিক প্রেষণার অস্তিত্ব বিদ্যমান?