কয়েকদিন ধরে রবিনের মাথাব্যথা, অল্প জ্বর, চোখের সাদা অংশসহ সমস্ত শরীর হলুদ, প্রস্রাব সরিষার তেলের ন্যায়। শিমুলের তীব্র মাথাব্যথা ও খুব জ্বর, মাংসপেশী ও হাড়ে প্রচণ্ড ব্যথা, নাক ও দাঁতের মাড়িতে রক্তক্ষরণ এবং চোখে রক্ত জমাট বেঁধেছে।
রবিনের রোগটির নাম-
অণুজীবঃ খালি চোখে দেখা যায় না, শুধু অণুবীক্ষণযন্ত্রে দেখা যায়, এমন জীবকে অণুজীব (Microbes) বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়, সে শাখাকে অণুজীবতত্ত্ব বা মাইক্রোবায়োলজি (Microbiology) বলা হয়ে থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, রিকেটসিয়া ও অ্যাকটিনোমাইসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত।