তিতলি ও বিতলির মারাত্মক জ্বর হলো। তাদের রক্ত পরীক্ষা করে দেখা গেল যে, তিতলির জ্বরের জীবাণুটিতে কোনো কোষীয় অঙ্গাণু নেই এবং বিতলির জ্বরের জীবাণুটি কোষীয় তবে কোষ প্রাচীরবিহীন।
তিতলির জ্বরের জীবাণুটি হলো-
অণুজীবঃ খালি চোখে দেখা যায় না, শুধু অণুবীক্ষণযন্ত্রে দেখা যায়, এমন জীবকে অণুজীব (Microbes) বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়, সে শাখাকে অণুজীবতত্ত্ব বা মাইক্রোবায়োলজি (Microbiology) বলা হয়ে থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, রিকেটসিয়া ও অ্যাকটিনোমাইসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত।