রিমঝিম এন্টারপ্রাইজের প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে ৫০০ টাকার মনিহারি অন্তর্ভুক্ত ছিল। চলতি বছরে মনিহারি সামী ক্রয় ৫,০০০ টাকা। বছর শেষে অব্যবহৃত মনিহারির পরিমাণ ১,৫০০ টাকা। হিসাবরক্ষক মনিহারি খরচ হিসাবে ৫,০০০ টাকা পরিচালন ব্যয় হিসাবে দেখিয়েছে।
উদ্দীপকে হিসাবরক্ষক প্রদর্শিত পরিচালন ব্যয়ের ফলে ব্যবসায়ের প্রকৃত -
i. নিট মুনাফা হ্রাস পাবে
ii. মালিকানা স্বত্ব হ্রাস পাবে
iii. মোট মুনাফা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?