রিতা ও মিতা দুই বোন। রিতা থাকে বাংলাদেশে আর মিতা কানাডায়। মিতা রিতাকে ইংরেজিতে চিঠি লিখলে রিতার খুব রাগ হয় বোনের ওপর। তার যুক্তি হলো মিতা জানে বাবা প্রাণ দিয়েছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষার আন্দোলনে। তাহলে মিতা কী করে ইংরেজি কিংবা অন্যকোনো বিদেশি ভাষায় কথা বা চিঠি লেখার আগ্রহ প্রকাশ করে।
রিতার রাগ কোন আন্দোলনের প্রতি সমর্থন বিরাজ করছে?