তানহা ও মারুফ দুই বন্ধু। বসবাস করে একই দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে। তানহা পূর্বাঞ্চলের শোষিত-নির্যাতিত নাগরিক। মারুফের অঞ্চলের হাতে তানহার অঞ্চলের ব্যবসায় বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। তানহারা পণ্য উৎপাদন করে কিন্তু ভোগ করতে পারে না।
তানহাদের মতো পূর্ব পাকিস্তানের নাগরিকরা দিন দিন-
i. অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছিল
ii. দরিদ্রতায় নিমজ্জিত হচ্ছিল
iii. উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল
নিচের কোনটি সঠিক?