জুলুম নির্যাতনের কথা ভুলতেই পারছে না যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অলক' রহমান। তিনি একটি মামলার কথা এখনো ভাবেন যে মামলাটি করা হয়েছিল মিথ্যা অভিযোগের ভিত্তিতে। পাকিস্তানের অভিযোগ ভারতের ত্রিপুরা রাজ্যের কোনো একস্থানে পূর্ব বাংলার নেতা ও কিছু অফিসার মিলে সরকার উৎখাতের চেষ্টা করেছে।
অলক রহমান এখনো কোন মামলার কথা ভাবেন?