বিনু তার ছোট ভাই পূর্ণকে নিয়ে একটি 'শপিং মল'-এ কেনাকাটি করতে যায়। সে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর পূর্ণকে বলে- 'পূর্ণ তুমি কিছু নাও।' পূর্ণ লজ্জিত দৃষ্টিতে পেস্ট্রির দোকানের দিকে তাকায়। বিনু তাকে মজাদার দুটি রঙিন পেস্ট্রি কিনে দেয়।
উদ্দীপকে ব্যবহৃত 'শপিং মল' ও 'রঙিন পেস্ট্রি' কোন পদের অন্তর্ভুক্ত?
i. বস্তবাচক পদ
ii. গুণবাচক পদ
iii. জাত্যর্থক পদ
নিচের কোনটি সঠিক?