নদী ভাঙনে গফুরের সব জমি নদীতে বিলীন হয়ে যায়। এমতাবস্থায় তার বন্ধুর পরামর্শে এনজিও থেকে কিছু টাকা ঋণ করে মাংস ও দুধ বেশি পাওয়া যায় এমন একটি জাতের গরু কেনে। কয়েক বছর যেতেই তার সংসারের অভাব দূর হয়ে সচ্ছলতা ফিরে আসে ।
গফুরের কেনা গরুটির -
i. জিহ্বা ও লেজ কালো
ii. গায়ের রং লাল
iii. উৎপত্তি মিসিসিপিতে
নিচের কোনটি সঠিক?