হোসেন আলী এ বছর তার গাভিকে রোদে শুকিয়ে সংরক্ষণ করা ঘাস খেতে দেয়। এতে পুষ্টিমান অটুট থাকায় তার পশুর স্বাস্থ্যহানি জনিত কোনো সমস্যা দেখা দেয়নি।
হোসেন আলীর সংরক্ষিত পশু খাদ্যে -
i. ১৫-২০% পানি থাকে
ii. ৪৫-৫৫% শুষ্ক পদার্থ বিদ্যামান
iii. ক্যারোটিন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?