'কি', 'যে', 'বা', 'তো' প্রভৃতি কোন ধরনের ক্রিয়াবিশেষণ?

Created: 4 days ago | Updated: 4 days ago
Updated: 4 days ago
Vote Statistics
Option 1 : 0
Option 2 : 0
Option 3 : 0
Option 4 : 0

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।

১. যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কী বলে?

ক. ক্রিয়া-বিশেষ্য খ. ক্রিয়াবিশেষণ গ. গুণ-বিশেষ্য ঘ. অনুসর্গ

২. কোনটি কালবাচক ক্রিয়াবিশেষণ? 

ক. তিনি এখানে এসেছিলেন। 

খ. ছেলেটি দ্রুত দৌড়ায়। 

গ. গতকাল তিনি ঘুরে গিয়েছেন। 

ঘ. একটু ঘুরে আসুন না!

৩. 'মিছিলটি সামনে এগিয়ে যায়'- বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

ক. ধরনবাচক খ. কালবাচক গ. স্থানবাচক ঘ. পদাণু

৪. 'কি', 'যে', 'বা', 'তো' প্রভৃতি কোন ধরনের ক্রিয়াবিশেষণ? 

ক. পদাণু খ. কালবাচক গ. স্থানবাচক ঘ. ধরনবাচক

৫. নিচের কোনটি একপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?

ক. জোরে খ. ভয়ে ভয়ে গ. মরতে মরতে ঘ. যায় যায়

Content added By
Promotion