কোনটি অনুসর্গের উদাহরণ?
সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।
১. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
ক. মাথার উপরে নীল আকাশ। খ. ভালো করে খেয়ে নাও। গ. মন দিয়ে লেখাপড়া করো। ঘ. বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
৩. নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
ক. এমন কাজ তোমার দ্বারা হবে না। খ. কার কাছে গেলে জানা যাবে? গ. সবার সামনে থাকবে। ঘ. তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি।
৪. কোনটি অনুসর্গের উদাহরণ?
ক. আপন, তুমি খ. বলে, কয়ে গ. অভিমুখে, কাছে ঘ. জোরে, আন্তে
৫. ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ?
ক. ক্রিয়াজাত অনুসর্গ খ. ক্রিয়ামুখী অনুসর্গ গ. ক্রিয়াধর্মী অনুসর্গ ঘ. ক্রিয়ালগ্ন অনুসর্গ