’অসমাপ্ত আত্মজীবনী-তে উল্লেখিত আন্দামান বলতে কী বুঝায়?

Created: 2 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

অসমাপ্ত আত্মজীবনী

  • লেখকের নাম- শেখ মুজিবুর রহমান
  • রচনাকাল ১৯৬৬-১৯৬৯ খ্রিস্টাব্দ।
  • প্রথম প্রকাশ: জুন, ২০১২
  • প্রকাশক : ইউপিএল
  • পৃষ্ঠা: ৩২৯
  • অসমাপ্ত আত্মজীবনী' প্রথম প্রকাশিত হয় জুন, ২০১২ সালে।
  • অসমাপ্ত আত্মজীবনী' বইটির ভূমিকা লেখেন- শেখ হাসিনা।
  • 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার।
  • 'অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনার কাজ করেন- শামসুজ্জামান খান ।
  • 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ইংরেজি অনুবাদক প্রফেসর ফকরুল আলম।

জেনে নিই

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকাকালীন আত্মজীবনী লেখা আরম্ভ করেন- ১৯৬৭ সালে ।
  • বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার সময়কাল ছিল- ১৯৬৬-৬৯ সাল অবধি ।
  • বঙ্গবন্ধু আত্মজীবনীটি কাউকেই উৎসর্গ করেননি।
  • অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে পূর্ব বাংলার রাজনীতি আলোচিত হয়েছে- ১৯৫৪ সাল পর্যন্ত।
  • বঙ্গবন্ধু প্রথম কারাবাস করেন- ১৯৩৮ সালে।
  • বঙ্গবন্ধুর সাথে শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রথম সাক্ষাৎ হয়েছিল- ১৯৩৮ সালে।
  • বঙ্গবন্ধু প্রথম কারাবাসের সময়কালের স্থায়িত্ব ছিল- সাতদিন।
  • 'অসমাপ্ত আত্মজীবনী' তে উল্লিখিত আন্দামান হলো ইংরেজ আমলের জেলখানা।
  • 'অসমাপ্ত আত্মজীবনী'তে উল্লেখ আছে দেশভাগের পর পাকিস্তানের রাজধানী হয়- করাচিতে।
  • অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের শেষ বাক্য- আমাদের হয়ে গেল।
  • 'অসমাপ্ত আত্মজীবনী'র প্রথম লাইন- বন্ধুবান্ধবরা বলে জীবনী লেখ।
  • 'অসমাপ্ত আত্মজীবনী' পাণ্ডুলিপি আকারে পাওয়া যায় চার খণ্ডে।
  • 'অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে পূর্ব বাংলার রাজনীতি চিত্রায়িত হয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত।
  • শেখ বংশের গোড়াপত্তন করেছিলেন- শেখ আউয়াল ।
  • বঙ্গবন্ধু মুজিবের পিতা পেশায় ছিলেন- সেরেস্তাদার।
  • বঙ্গবন্ধু মুজিবুর রহমান বিবাহ করেন- ১২-১৩ বয়সে।
  • শেখ মুজিবুর রহমান বেরিবেরি রোগে আক্রান্ত হন-৭ম শ্রেণিতে পড়াকালীন সময়ে।
  • বঙ্গবন্ধু হোসেন শহিদ সোহরাওয়ার্দীকে সম্বোধন করতেন- স্যার বলে।
  • বঙ্গবন্ধু শেখ মুজিব কোন পত্রিকায় কাজ করতেন- ইত্তেহাদ।
  • বঙ্গবন্ধু তাজমহল সফর করেন- ১৯৪৬ সালে।
  • বঙ্গবন্ধু মুজিবুর রহমান দ্বিতীয়বার জেলে যান- ১৯৪৮ সালে ।
  • বঙ্গবন্ধু শেখ রহমানের একমাত্র ছোট ভাইয়ের নাম- শেখ নাসের।
  • সাপ্তাহিক পত্রিকা মিল্লাত প্রকাশ করেন- মোহাম্মদ ইদ্রিস, আবুল হাশিম, ও মুজিবুর রহমান ।
  • অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে শেখ মুজিব সোহরাওয়ার্দীর শিষ্যরূপে ছিলেন প্রায় ১২ বছর।
  • বঙ্গবন্ধু বি.এ পাশ করেন- কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ।
  • Minorities can not be allowed impede the progress of majorities." উক্তিটি- ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলির।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৃতীয় বারের মতো জেলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর অধিকার আন্দোলনে সম্পৃক্ততার কারনে।
  • ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দাবি নিয়ে আন্দোলনের প্রেক্ষাপটে বহিষ্কার হওয়া একমাত্র নারী শিক্ষার্থী ছিলেন- লুলু বিলকিস বানু।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সলিমুল্লাহ মুসলিম হলে থাকার সময় তৎকালীন প্রভোস্ট ছিলেন- ড. ওসমান গণি।
  • বঙ্গবন্ধু প্রথম দেশের বাইরে যান- ১৯৪৩ সালে।
  • অসমাপ্ত আত্মজীবনীর ভাষ্যমতে “দাওয়াল” বলা হত দিনমজুরদের।
  • অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ পূর্বক বজরা- বিশেষ ধরনের নৌকা।
  • ঢাকা জেলের ভেতর ফুলের বাগান করা শুরু করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন- তোফাজ্জল হোসেন মানিক মিয়া।
  • জেলে শেখ মুজিবুর রহমানের অনশন ভাঙিয়ে দিয়েছিলেন- মহিউদ্দীন।
  • বঙ্গবন্ধুকে আত্মজীবনী লেখার জন্য কিছু খাতা কিনে জেলগেটে দিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা।
  • বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন- ১৯৬৬ সালে।
  • যে বছরের প্রথম তিন মাসে বঙ্গবন্ধু আটবার গ্রেফতার হন- ১৯৬৬ সালে।
  • বঙ্গবন্ধু জাদুঘর অবস্থিত- ধানমন্ডি ৩২ নম্বরে।
  • বঙ্গবন্ধু হত্যার দিন ১৫ আগস্ট ছিল- শুক্রবার।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে উক্তি

  • আমি নিজে কমিউনিস্ট নই। তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না।
  • আমি মন্ত্রিত্ব চাই না। পার্টির অনেক কাজ আছে, বহু প্রার্থী আছে দেখে শুনে তাদের করে দেন।
  • “যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে ।
  • "বাঙালির মধ্যে দুইটা দিক আছে একটা আমরা মুসলমান, আর অন্যটা হলো বাঙালি।

Content added By
Promotion