SPLINE

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

এসপিলাইন হচ্ছে একগুচ্ছ বিন্দুতে স্পর্শ করে যাওয়া একটি বক্র রেখা। মূলত এ কাষ্ঠকে বলা হয় Nurbs কাষ্ঠ। Nurbs কার্ড হচ্ছে Non-uniform rational B-Spline কার্ড। এসপিলাইন বিন্দুগুলোকে কিভাবে ফিট করবে, তা নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে টলারেন্স নির্দিষ্ট করতে হয়। জিরো টলারেন্স এসপিলাইন বিন্দুগুলোকে স্পর্শ করে। আর্কিটেকচারাল ড্রইং ইন্টেরিয়র ডিজাইন-ড্রইং, এমব্রয়ডারী ডিজাইন-এ Spline ব্যবহৃত হয়।

 

Content added By

Read more

Promotion