SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK

ফরাসি উপনিবেশবাদীরা ব্রিটিশদের নিকট টিকতে না পেরে ভারত হতে ব্যবসা গুটিয়ে ১৮০৪ সালে এই অঞ্চলসমূহ দখল করে নাম দেয় Union of | Indochina (ইন্দোচীন)। বর্তমানে ইন্দোচীন বলতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসকে বোঝায়। এশিয়ায় ফরাসি শাসনের মূল ভিত্তি ছিল এই অঞ্চল । দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এই অঞ্চল দখল করে। নেতাজী সুভাষচন্দ্র বসু এই অঞ্চল থেকেই আজাদ হিন্দ ফৌজ এর যাত্রা শুরু করেন।

Content added By
Please, contribute to add content into কম্বোডিয়া.
Content
  • রাষ্ট্রীয় নামঃ Socialist Republic of Vietnam
  • রাজধানীঃ হ্যানয়
  • ভাষাঃ ভিয়েতনামিজ
  • মুদ্রাঃ ডং

জেনে নিই

  • স্বাধীনতার ঘোষক হো-চি-মিন (ভিয়েতনামের নেতা) ।
  • "The Tiger of bicycle" নামে পরিচিত ভিয়েতনাম ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের অধীনে ছিল- ভিয়েতনাম
  • ভিয়েতনাম দুইভাগে বিভক্ত হয়- ১৯৫৪ সালে
  • উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়- ১৯৭৬ সালে।
  • ভিয়েতনামের স্বাধীনতা নেতৃত্ব দেন- হো-চি-মিন
  • লি ডাক থো ছিলেন- ভিয়েতনামি নেতা।
  • লি ডাক থো নোবেল পুরস্কার প্রত্যাখান করেন- ১৯৭৩ সালে ।
  • ভিয়েতনাম যুদ্ধ স্থায়ী হয়- ৩০ বছরব্যাপী
  • দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ হয়- উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে (১৯৫৫-১৯৭৫)
Content added By
  • রাষ্ট্রীয় নামঃ LAOS Peoples Democratic Republic
  • রাজধানীঃ ভিয়েনতিয়েন
  • ভাষাঃ লোও
  • মুদ্রাঃ কিপ

জেনে নিই

  • দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস একদলীয় কমিউনিস্ট রাষ্ট্র।
  • ১৯৫৩ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। এটি ফ্রান্সের উপনিবেশ ছিলো।
  • এর অধিবাসীরা লাউসিয়ান নামে পরিচিত। দেশটি ট্যুরিজমের জন্য বিখ্যাত ।
Content added By