পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা - স্বাস্থ্যরক্ষা ও যোগব্যায়াম এবং আসন | NCTB BOOK

শূন্যস্থান পূরণ কর :

১। নিয়মিত আসন করলে শরীর ___ থাকে।

২। আসন অনুশীলন করলে সাধনার জন্য মন ___ হয়।

৩। পেশি সতেজ রাখা আসনের একটি ___।

৪। সর্বাঙ্গাসন করলে সকল প্রকার ___ বিনাশ ঘটে ।

 

ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :

১। আসন অনুশীলন করলে

২। সর্বাঙ্গাসন করলে

৩। স্নায়ু সতেজ রাখার একটি উপায় হলো

৪। হাঁপানি প্রতিরোধ করে

৫। আসন ধর্মের

আসন। 

সর্বাঙ্গাসন। 

ক্লান্তি দূর হয় । 

দেহ নমনীয় হয়। 

অঙ্গ ৷ 

গোমুখাসন ।

 

নিচের প্রশ্নোগুলোর সংক্ষেপে উত্তর দাও :

১। আসনের উপকারিতা কী? 

২। চিন্তার ক্ষেত্রে আসনের গুরুত্ব কী ? 

৩। গোমুখাসনের একটি উপকারিতা বর্ণনা কর । 

৪। উপাসনার ক্ষেত্রে আসনের ভূমিকা কী?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। নিয়মিত অনুশীলনের গুরুত্ব ব্যাখ্যা কর। 

২। সর্বাঙ্গাসন অনুশীলনের পদ্ধতি বর্ণনা কর। 

৩। গোমুখাসন অনুশীলনের পদ্ধতি বর্ণনা কর । 

৪। উপাসনার ক্ষেত্রে আসনের ভূমিকা ব্যাখ্যা কর ।

Content added By
কুকুরের মুখের মতো
বিড়ালের মুখের মতো
গরুর মুখের মতো
পাখির ঠোঁটের মতো
প্রশান্ত করে
চঞ্চল করে
উত্তেজিত করে
ক্লান্ত করে

আরও দেখুন...

Promotion