SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK

কনভেনশনটি ৫ জুন ১৯৯২ তারিখে রিও ডি জেনিরোতে আর্থ সামিটে স্বাক্ষরের জন্য খোলা হয়েছিল এবং ২৯ ডিসেম্বর ১৯৯৩ সালে কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র জাতিসংঘের সদস্য রাষ্ট্র যারা এই কনভেনশনটি অনুমোদন করেনি। এর দুটি সম্পূরক চুক্তি রয়েছে, কার্টাগেনা প্রটোকল এবং নাগোয়া প্রোটোকল । 

  • CBD-Convention on Biological Diversity
  •  স্বাক্ষরিত হয়- ১৯৯২ সালে; কার্যকর হয়- ১৯৯৩ সালে।
  • স্থান- রিও ডি জেনিরো, ব্রাজিল ।
  • বাংলাদেশ অনুমোদন করে- ১৯৯৪ সালে।
  • কনভেনশনটি কার্যকারিতা বৃদ্ধির জন্য ২০০০ সালে স্বাক্ষরিত হয় 'কার্টাগেনা প্রটোকল এবং ২০১০ সালে স্বাক্ষরিত হয় 'নাগোয়া প্রটোকল' ।
Content added By