একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
  • অবস্থান- ইরাক ও সিরিয়া। 
  • সভ্যতার উৎপত্তিস্থল বলে পরিচিত।
  • গড়ে উঠেছিল দজলা ও ফোরাত নদীর তীরে ।
  • দজলা ও ফোরাত নদীর বর্তমান নাম যথাক্রমে টাইগ্রিস ইউফ্রেটিস।
  • মেসোপটেমিয়া সভ্যতার পর্যায় ছিল ৪ টি; যথা- সুমেরীয়, অ্যাসেরীয়, ব্যবিলনীয় ও ক্যালেডীয় সভ্যতা।
Content added || updated By
নীল নদের তীরে
টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে
সিন্ধু নদীর তীরে
ভলগা নদীর তীরে