একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
  • ১৯২৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেন্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট দেখা দেয় তা মোকাবেলা করতে অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেন, সেটাই নয়া নীতি বা New Deal 
  • রুজভেল্টের এই নয়া নীতির প্রেক্ষিতে তৎকালীন মার্কিন অর্থ সচিব মিস্টার হোয়াইট একটি পরিকল্পনা দেন যা White Plan নামে পরিচিত।
  •  এই প্রেক্ষিতেই ১৯৪৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটন উডস অঙ্গরাজ্যে ব্রিটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়। এই সম্মেলন থেকে ৩টি অর্থনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয় । যথা: World Bank, IMF, GATT
  •  এই প্রতিষ্ঠানসমূহ একত্রে 'ব্রিটন উডস ইনস্টিটিউসনস' বলা হয়।
Content added By

Promotion