একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | NCTB BOOK

পণ্যমান নিয়ে সকল মানুষই এখন সচেতন । এই মান নিশ্চিত করার জন্য সবদেশেই বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে । বাংলাদেশে BSTI এমন একটা প্রতিষ্ঠান। বর্তমান বিশ্বায়নের এ যুগে আন্তর্জাতিক পণ্য ও সেবার মান নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকা খুবই স্বাভাবিক। সে অবস্থায় এরূপ মান বিষয়ে আন্তর্জাতিক মান সনদ দেয়ার মর্জে যোগ্যতাসম্পন্ন নিরপেক্ষ প্রতিষ্ঠান নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ । ISO এ ধরনেরই একটা বেসরকারি সংস্থা (NGO) । নিম্নে এর গুরুত্ব উল্লেখ করা হলো :
ভালো মানের পণ্য ও সেবা নিশ্চিত করতে ISO এর ভূমিকা গুরুত্বপূর্ণ । শুধুমাত্র পণ্য ও সেবার উপাদানগুলো বিবেচনা করেই নয় এর বাইরেও পণ্য ও সেবার মান ধরে রাখতে যে সকল বিষয় ভূমিকা রাখে তা দেখার কারণে ISO মান সনদ আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত ।
ISO সনদ প্রত্যাশী প্রতিষ্ঠানের পণ্য ও সেবার মান দেখার পাশাপাশি ব্যবস্থাপনার মান, কর্মীদের মান, কার্যপদ্ধতি ও অভ্যন্তরীণ পরিবেশের বিভিন্ন দিকগুলো বিবেচনা করায় এটা একটা প্রতিষ্ঠানের round নৈপুণ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে ।

Content added By

Promotion