একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | NCTB BOOK

সৃষ্টিকর্তার অমোঘ বিধানে যে কোনো সমাজেই নারী-পুরুষের হার মোটামুটি সমান। তাই দেশের ৫০% জনসংখ্যাকে দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা ব্যতিরেকে কোনো দেশের পক্ষেই কার্যত অগ্রগতি লাভ সম্ভব নয়। এ বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশের সরকার বেশ আগে থেকেই নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ নিম্নে আলোচনা করা হলো:

১. প্রশিক্ষণ সুবিধা (Training facilities) : নারী সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে । জুলাই ২০১০ থেকে জুন ২০১৩ মেয়াদে বাস্তবায়নাধীন জেলা পর্যায়ের মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (WTC) সমূহের প্রশিক্ষণ কার্যক্রম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মহিলা বিষয়ক অধিদপ্তর ৬৪টি জেলার বিদ্যমান মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম উন্নয়ন ও বৃত্তিমূলক আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এছাড়া নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৬টি জেলায় ইতোমধ্যেই ২৭,৬০০ মহিলারে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে । এছাড়া জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি বিভিন্ন ট্রেডে মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছে । এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব ও যুব মহিলাদের বিভিন্ন । ট্রেডে প্রশিক্ষণ প্রদান অব্যাহত রয়েছে।

২. অর্থ প্রদান সহায়তা (Fanancing facilities) : যে সেকল নারীরা নিজেদেরকে স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইচ্ছুক, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের সেজন্য প্রস্তুত করছে তাদের সরকারের পক্ষ থেকে ঋণ ও আর্থিক সুবিধা দেয়ার জন্য বিভিন্ন প্রকল্প কাজ করছে। জাতীয় মহিলা সংস্থার আওতাধীন স্বকর্ম সহায়ক ঋণ কার্যক্রমের অধীনে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে প্রত্যেক নারীকে ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে । মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ৬৪টি জেলার ৪৭৩টি উপজেলায় প্রত্যেক নারীকে ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে । নগরভিত্তিক প্রাস্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের আওতায় নারীদের ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেয়া ] হয় । বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে কৃষি ও এসএমই (Small and Middle Enterprise) ঋণ বিতরণে তাদের অগ্রাধিকার দিচ্ছে। এই স্কীমের আওতায় নারী উদ্যোক্তাদের ১০% সুদে শুধুমাত্র ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়া হয়ে থাকে । ২০১৪-১৫ সালে এই স্কীমের আওতায় নারী উদ্যোক্তাদের মধ্যে ৩,৯৬৭.৯২ কোটি টাকা এসএমই ঋণ মঞ্জুর করা হয়েছে ।

Content added By