নবম-দশম শ্রেণি (দাখিল) - পৌরনীতি ও নাগরিকতা - বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা | NCTB BOOK

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ:

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে । মুঘল আমল থেকে শুরু হয়ে ব্রিটিশ শাসন পর্যন্ত নানা আইনি সংস্কারের মধ্য দিয়ে এদেশে স্থানীয় সরকারের শাসন-কাঠামো রূপ লাভ করে । পাকিস্তানি শাসন আমলে এর প্রকৃতি অপরিবর্তিত থাকে । ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর নতুন রাষ্ট্রে ১৯৭২-এর সংবিধানে স্থানীয় সরকার ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয় ।

বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায় । যথা— ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ ।

এছাড়া শহরগুলোতে পৌরসভা, বড় শহরে সিটি কর্পোরেশন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি (খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি) স্থানীয় জেলা পরিষদ রয়েছে। উল্লিখিত তিন স্তরের মধ্যে ইউনিয়ন পরিষদকেই নিচের দিকে সবচেয়ে কার্যকর ইউনিট বলে মনে করা হয়ে থাকে ।
গ্রাম বা এর নিকটবর্তী হচ্ছে ইউনিয়ন ও উপজেলা পরিষদ। শহর এলাকায় রয়েছে পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন । এছাড়া পার্বত্য এলাকার জন্য বিশেষ স্থানীয় সরকারের ব্যবস্থা রয়েছে ।

                               বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:

গ্রামভিত্তিক স্থানীয়   সরকার

শহরভিত্তিক স্থানীয় সরকার    পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ

উপজেলা পরিষদ (৪৯২)

     জেলা পরিষদ (৬১)

বান্দরবান পার্বত্য জেলা

ইউনিয়ন পরিষদ  (৪৫৫৪)      সিটি কর্পোরেশন (১২) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদলা পরিষদ
        পৌরসভা (৩৩০)

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ