নবম-দশম শ্রেণি (দাখিল) - পৌরনীতি ও নাগরিকতা - জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় | NCTB BOOK

মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পূর্ব মুহূর্তে ১৪ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর এ দেশীয় দোসররা দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের অনেককে রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমিতে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনীকে মানবতাবিরোধী এই বর্বর কাজে সহায়তা করেছে রাজাকার ও আলবদর বাহিনী। দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে তারা এ জাতিকে মেধাশূন্য করতে চেয়েছে। ১৯৭২ সালে ঢাকার মিরপুরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।

Content added || updated By