SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ - কম্পিউটার সফটওয়্যারের মৌলিক ধারণা | NCTB BOOK

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

হার্ডওয়্যারসফটওয়্যার
১. কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো বা আকৃতি সম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ বা ডিভাইসকে হার্ডওয়্যার বলে।১. সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যার ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে সচল ও ব্যবহার উপযোগী করে তোলে।
২. কম্পিউটারের যন্ত্র সামগ্রীকে বোঝায়।২. প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে বোঝায়।
৩. হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার মূল্যহীন।৩. সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার পরিচালনা করা যায় না।
৪. হার্ডওয়্যার তৈরির সময় অবশ্যই সফটওয়্যার সম্বন্ধে ভাল ধারণা থাকতে হয়।৪. সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্বন্ধে ভাল ধারণা না থাকলেও চলে।
৫. কী-বোর্ড, মাউস, মনিটর, সিপিইউ ইত্যাদি হার্ডওয়্যারের উদাহরণ।৫. DOS, Windows, MS-Word, MS- Excel ইত্যাদি সফটওয়্যারের উদাহরণ।
Content added By