এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

ডিম পাড়ার বাসা

ডিম পাড়ার জন্য কবুতর নিজেরাই বাসা তৈরি করে নেয়। খামারের ভেতরে নরম, শুল্ক খড়-কুটা রেখে দিলে তারা ঠোঁটে করে নিয়ে বাসা তৈরি করে নেয়। ডিম পাড়ার বাসা তৈরির জন্য ধানের খড়, শুকনো ঘাস, কচি ঘাসের ডগা জাতীয় দ্রব্যাদি উত্তম। শক্ত কোনো প্রব্যাদি দিয়ে বাসা তৈরি করলে সেখানে ডিম পাড়ার জন্য ফসলে কবুতর আঘাত পেতে পারে এবং অনেক সময় ডিম ভেঙ্গে যেতে পারে। ইদানিং কৃত্রিমভাবে তৈরি নেট প্যাড ব্যবহার করা হয়। খামারের জন্য কবুতর ক্রয়ের সময় বিবেচ্য বিষয়

(ক) সুস্থ, সবল সজাগ দৃষ্টিসম্পন্ন, চঞ্চল, সঙ্গী কবুতর কিনতে হবে। 

(খ) পালক এবং মলদ্বার পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। 

(গ) ঠোঁট বা মুখ দিয়ে কোনো লালা বা মিউকাস পড়বে না । 

(ঘ) যে কোনো ধরনের আঘাত যুক্ত হতে হবে। 

(ঙ) জোড়া হিসাবে কবুতর কিনতে হবে। 

কবুতর কিনে বাক্স বা ঝুড়িতে করে আনার সময় খেয়াল রাখতে হবে যেন বাক্স বা ঝুড়িতে পর্যাপ্ত বাতাস চলাচলের সুযোগ থাকে এবং কবুতর ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পাৱে।

শ্রেণির তাত্ত্বিক কাজ

 

 

Content added By