SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - ই-মার্কেটিং - ই-মার্কেটের সম্ভাব্যতা ও সম্ভাবনা | NCTB BOOK

মার্কেটে প্রবেশের ক্ষেত্রে কতিপয় চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। নিচে এগুলো আলোচনা করা হলো : 

১. ভোক্তারা সোশ্যাল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল (Coustomers rely on social networks): অনলাইন ক্রেতারা মূলত সোশ্যাল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। ফেসবুক, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির ওপর নির্ভরশীল। আর এসব মিডিয়াই হলো অনলাইন ক্রেতাদের যোগাযোগের একটি প্ল্যাটফর্ম।

২. সাংস্কৃতিক এবং সামাজিক বাধা (Cultural and Social Barriers): একটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যে সংস্কৃতি এবং সামাজিক শক্তি প্রধান বাধা। একটি দেশের জনগণের মূল্যবোধ, খাদ্য, পোশাক, ভাষা, ঘরবাড়ি ইত্যাদি হলো সংস্কৃতি। আর পরিবার, শিক্ষা, ধর্ম এবং আচার-ব্যবহার হলো একটি দেশের সামাজিক শক্তি। দু'টি দেশের সংস্কৃতি এবং সামাজিক শক্তি আলাদা হওয়ায় পণ্য বিক্রয়ে সমস্যার সৃষ্টি হয়ে থাকে। একটি দেশে মদ অন্যতম পানীয়, কিন্তু অন্য দেশে মদ নিষিদ্ধ। যে দেশে মদ নিষিদ্ধ সেই দেশে মদ উৎপাদনকারী দেশ মদ বিক্রি করতে পারে না।

৩. রাজনৈতিক বাধা ( Political Barriers) : রাজনৈতিক পরিবেশ আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম বাধা। রাজনৈতিক স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতার ওপর আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরশীল। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ঝুঁকিপূর্ণ। আবার, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে আমেরিকা এবং জাপানে আন্তর্জাতিক বাণিজ্য অনুকূল ।

৪. আমদানি শুল্ক (Import Tariffs) : আমদানি দ্রব্যের ওপর আরোপিত শুল্ককে আমদানি শুল্ক বলে। দেশীয় শিল্পকে রক্ষার জন্য বৈদেশিক প্রতিযোগীর দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করা হয়। অতিরিক্ত আমদানি শুল্ক আন্তর্জাতিক বাণিজ্যে বাধা। "Tariff is a tax imposed by a government on goods entering at its borders " শুষ্ক হলো সরকার কর্তৃক নির্ধারিত এক ধরনের কর। যখন একটি দেশের সীমান্ত অতিক্রম করে পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়, সেক্ষেত্রে রপ্তানি পণ্যের ওপর সরকার এ জাতীয় করের ব্যবস্থা গ্রহণ করে। সাধারণভাবে বলতে গেলে, দেশের সীমান্ত অতিক্রম করে দ্রব্যের চলাচলের ওপর কর ধার্য করাকে Tariff বা শুল্ক বলে।

৫. কোটা (Quota): একটা নির্দিষ্ট সময়ে আমদানি অথবা রপ্তানির পরিমাণ বা মূল্যের সীমা নির্ধারণ করাকে কোটা বলে। এ প্রসঙ্গে Philip Kotler and Gary Armstrong বলেছেন, "Quota is a limit on the amount of goods that an importing country will accept in certain product categories." অর্থাৎ, আমদানিকারক দেশ নির্দিষ্ট কোনো ক্যাটাগরির পণ্য যে পরিমাণ গ্রহণ করতে রাজি থাকে তার সীমা নির্ধারণ করে দেওয়াকে Quota (কোটা) বলে। সাধারণত বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং দেশীয় শিল্প সংরক্ষণ ও কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে কোটা পদ্ধতি আরোপ করা হয়ে থাকে। ১৯৩১ সালে ফ্রান্সে প্রথম কোটা প্রয়োগ করা হয়। বর্তমানে অনেক দেশেই এমন কোটা পদ্ধতির প্রচলন লক্ষ করা যায়।

৬. বাণিজ্যিক নিষেধাজ্ঞা ( Commercial embargo): আমদানি পণ্যের ওপর যখন সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন তাকে বাণিজ্যিক বা সরকারি নিষেধাজ্ঞা বলে। Philip Kotler এবং Gary Armstrong- এর মতে, "Embargo means a ban on the import of a certain product অর্থাৎ নিষেধাজ্ঞা হচ্ছে নির্দিষ্ট কোনো পণ্য আমদানির ক্ষেত্রে বাধা সৃষ্টি ।

৭. বিনিময় নিয়ন্ত্রণ (Exchange Control): আমদানির মূল্য পরিশোধ করার জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় প্রয়োজন হয়। বৈদেশিক মুদ্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করাকে বিনিময় নিয়ন্ত্রণ বলে। বিনিময় নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বাণিজ্যে আরেকটি বাধা। মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হলে এবং বিদেশি মুদ্রার ক্রয়-বিক্রয়ের পরিমাণ বা মূল্যের ওপর সরকারি বিধি-নিষেধ আরোপ করা হলে, তাকে বিনিময় নিয়ন্ত্রণ বলা হয়।

Content added || updated By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.