এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

রেফ্রিজারেশন কন্ট্রোলস্ বা নিয়ন্ত্রকের ব্যবহার ক্ষেত্র (Use of RAC Controlls)

হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুষ্ঠু অর্থবহ পরিচালনার জন্য অনেক নিয়ন্ত্রক ব্যবহার করা হয় । প্রত্যেকটি ডিভাইসের ভিন্ন ভিন্ন কাজ হলেও মূল উদ্দেশ্য অভিন্ন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং নিয়ন্ত্রণে (RAC) নিচে নিয়ন্ত্রক গুলোর নাম ও ব্যবহার ক্ষেত্র হল-

 

 

Content added By