এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

৩.১.৭ উইন্ডো টাইপ এসি স্থাপনে/ ইলটলেশন বিবেচ্য বিষয়াদির তালিকা-

১। সর্বপ্রথম নির্মাতা কীর্তৃক স্থাপন নির্দেশনা অনুসরণ করে স্থাপন করতে হবে। 

২। বাইরের ও ভেতরের দিকে যেন পড়ে না যায় বা খুলে নিতে না পারে । 

৩। সঠিক বাতাস সঞ্চালনের উপযোগী স্থানে স্থাপন । 

৪। বাতাসের চাপে যেন পড়ে না যায়। 

৫। প্রতিবেশী বা পথচারীদের যেন অসুবিধা না হয় 

৬। কক্ষের মধ্যে যেন ৰাভা সঞ্চালন ভালো হয় 

৭। ভেতরের দিকে যেন পানি না পড়ে 

৮। রক্ষণাবেক্ষণ বা সহজ সার্ভিসিং এর ব্যবস্থা করতে যেন অসুবিধা না হয় 

৯। স্থাপন জনিত কারণের জন্য অধিক শব্দ না হয় । 

১০। শীতল বায়ু বেশ বাইরে যেতে না পারে অর্থাৎ স্থাপন জনিত লিক না থাকে ইত্যাদি। 

১১। যেন পথচারী এবং প্রতিবেশীদের অসুবিধা না হয় ।

 

উত্তম স্থান নির্বাচন:

১। কম্পনও শব্দ পরিহার করার জন্য নির্বাচিত হবে যেন ইউনিট যথাযথ দৃঢ়ভাবে বসানো হয়েছে। 

২। সূর্যের আলো যেন সরাসরি না পরে। 

৩। কেবিনেটের পেছনে ৫০ সেন্টিমিটারের মধ্যে যেন কোন বাধা না থাকে। কোন বাধা থাকলে কন্ডেন্সার ঘনীভবন প্রক্রিয়ার সমস্যা হবে ফলে ঠান্ডা করার ক্ষমতার উপর প্রভাব পড়বে। 

৪। এয়ার কুলার বাইরের দিকে ১০ থেকে ১৫ মিলিমিটার ঢাল থাকতে হবে যা Spritlevel এ ভেতরের দিকে ১/৪ বুদবুদ দেখাবে।

 

কেবিনেট ও চেসিস স্থাপন

১। প্রথমে কেবিনেটের দেয়ালের স্থাপনের পরে দৃঢ়ভাবে আটকাতে হবে। 

২। তারপর চেসিস কেবিনেটে ঢুকাতে হবে । 

৩। ক্যাবিনেট ও দেয়ালের মাঝে ফাঁকা জায়গায় ফোম বা রাবার দিয়ে বন্ধ করতে হবে। 

৪ । কেবিনেটের সাথে চেসিস লক করতে হবে। 

৫। ফ্রন্ট গ্রিল / কভার কেবিনেটের সাথে লাগাতে হবে ।

 

 

Content added By