এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

বন্ড গাঁথুনির কাজে দেয়াল বা কাঠামো নির্মাণ করলে কাঠামোর খাড়া চাপে জোড় বরাবর দেয়াল ধ্বসে পরতে পারে। এভাবে প্রস্তুতকৃত দেয়াল অপেক্ষাকৃত দুর্বলও হয় বিধায় ইটকে বন্ডিং করার প্রয়াজন হয়।

নিচে ইটের বন্ডের প্রয়োজনীয়তাসমূহ আলোচিত হলো:

  • দেয়াল ও অন্যান্য কাঠামোর শক্তি এবং স্থায়িত্বতা বৃদ্ধির জন্য,
  • খাড়া জোড় পরিহার করে নিরাপদ দেয়াল নির্মাণের জন্য
  • দেয়ালের উপর আগত ভর বা লোড (Load) সুষমভাবে বিস্তৃত বা বণ্টন করার জন্য,
  • শিয়ার(Shear) প্রতিরোধের জন্য,
  • সৌন্দর্য বৃদ্ধি এবং নির্মাণ কাজ দ্রুত করার জন্য ও
  • ইটের পারস্পরিক ইন্টারলকিং সৃষ্টির জন্য ।
Content added By