এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
Please, contribute to add content into লিন্টেল.
Content

দেয়ালে ফাঁকা স্থানের উপরের বা দরজা-জানালা নির্মাণের জন্য ফাঁকা স্থানের উপরের গাঁধুনি নির্মাণের জন্য প্রথমে ফাঁকা স্থানের উপরে এক ধরনের অনুভূমিক কাঠামো নির্মাণ করা হয়। এই অনুভূমিক কাঠামোটি উপরস্থ লোডকে বহন করে পার্শ্ব দেয়ালে স্থানান্তর করে বা ছড়িয়ে দেয়। এই অনুভূমিক কাঠামোটিকেই লিন্টেল বলে। অর্থাৎ যে অনুভূমিক কাঠামোর সাহায্যে দরজা জানালার ফাঁকা স্থানের উপরস্থ লোডকে বহন করে পাশের দেয়ালে ছড়িয়ে দেয়া হয় তাকে লিস্টে বলে। এটি আয়তকার থাকে ফলে এর উপর কাঠামো নির্মাণ সহজ হয় এবং দরজা জানালার ফ্রেম সহজেই বসানো যায়। লিন্টেল দুই পাশের দেয়ালের ভিতরে কিছুটা ঢুকানো থাকে। সাধারণত লিন্টেলের গভীরতার সমান বা ১০ সেমি। কিংবা স্প্যানের ১০ বা ১২ ভাগের ১ ভাগ পর্যন্ত হয়। লিন্টেলের গভীরতা সাধারণত প্যানের প্রতি ফুটের জন্য এক ইঞ্চি বা ১৫ সেমি ধরা হয়।

Content added || updated By

উপাদানের ভিত্তিতে লিন্টেল বিভিন্ন প্রকারের হয়-

১. কার্ডের লিস্টে (Timber Lintel): স্বল্প ব্যয় সাপেক্ষ ও সহজলভ্য ক্ষেত্রে, হালকা কাজে, অপেক্ষাকৃত ছোটো স্প্যানের জন্য। অগ্নিরোধী নয় বলে এর বর্তমান ব্যবহার কম।

 

২. পাথরের লিন্টেল (Stone Lintel) : পাহাড়ি এলাকার পাথর সহজলভ্যতার জন্য, পাথরের দেয়ালে, সৌন্দর্যবর্ধনে।

৩. ইটের লিন্টেল (Brick Lintel): ১ মিটারের চেয়ে কম স্প্যানের জন্য, স্বল্প ব্যয় সাপেক্ষ ও সহজলভ্য ক্ষেত্রে, হালকা কাজে, ফেসিং গ্রিক-এর কাঠামোতে বন্ডিং প্রদর্শনে, সৌন্দর্য্যবর্ধনে।

স্টিলের লিন্টেল (Steel Lintel): দীর্ঘ স্প্যানের জন্য আপতিত লোড বেশি হলে।

আরসিসি, লিন্টেল (RCC Lintel): প্রায় সব ক্ষেত্রেই বর্তমানে ব্যবহৃত হয়।

৬. আরবি, লিন্টেল ইটের লিন্টেলের ন্যায় কিন্তু স্প্যান বাড়ানোর জন্য স্টিল বা রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। (RB. Lintel)

Content added || updated By