On This Page
এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

দেয়ালে ফাঁকা স্থানের উপরের বা দরজা-জানালা নির্মাণের জন্য ফাঁকা স্থানের উপরের গাঁধুনি নির্মাণের জন্য প্রথমে ফাঁকা স্থানের উপরে এক ধরনের অনুভূমিক কাঠামো নির্মাণ করা হয়। এই অনুভূমিক কাঠামোটি উপরস্থ লোডকে বহন করে পার্শ্ব দেয়ালে স্থানান্তর করে বা ছড়িয়ে দেয়। এই অনুভূমিক কাঠামোটিকেই লিন্টেল বলে। অর্থাৎ যে অনুভূমিক কাঠামোর সাহায্যে দরজা জানালার ফাঁকা স্থানের উপরস্থ লোডকে বহন করে পাশের দেয়ালে ছড়িয়ে দেয়া হয় তাকে লিস্টে বলে। এটি আয়তকার থাকে ফলে এর উপর কাঠামো নির্মাণ সহজ হয় এবং দরজা জানালার ফ্রেম সহজেই বসানো যায়। লিন্টেল দুই পাশের দেয়ালের ভিতরে কিছুটা ঢুকানো থাকে। সাধারণত লিন্টেলের গভীরতার সমান বা ১০ সেমি। কিংবা স্প্যানের ১০ বা ১২ ভাগের ১ ভাগ পর্যন্ত হয়। লিন্টেলের গভীরতা সাধারণত প্যানের প্রতি ফুটের জন্য এক ইঞ্চি বা ১৫ সেমি ধরা হয়।

Content added || updated By

Promotion