এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

ডিজাইনের প্রাথমিক অবস্থায় ক্লায়েন্টকে বা মক্কেলকে নকশা দেখানোর বা তার অনুমাদেনের জন্য যে সকল ড্রয়িং করা হয় তাকে প্রেজেন্টেশন ড্রয়িং (Presentation Drawing) বলে। এটি মূলত রাফ স্কেচ থেকে চূড়ান্ত পর্যায়ে আনা। অলটারনেটিভ বা বিকল্প ড্রয়িং থেকে প্রয়োজনীয় শুদ্ধি বা পরিবর্তন করে একটি নির্বাচন করে তার পরবর্তী ড্রয়িংসমূহ প্রস্তুত করা হয়।

  • সাধারণত ১ : ১০০ খেলে করা হয়। রেন্ডারিংসহ প্ল্যান, আসবাৰ সজ্জা, এলিভেশন, প্রয়োজনীয় সেকশন ও পার্সপেক্টিভ দৃশ্য বা যে কোনো 3D (iso- metric or axonometric view) একে দেখানো হয়।

চিত্রঃ প্রেজেন্টেশন ড্রয়িং

Content added By