এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

শানা একটি চিরুনি আকৃতির বস্তু যা রিড ক্যাপসহ দক্তির উপর দৃঢ়ভাবে স্থাপন করা থাকে। শানার দুইটি তারের মধ্যবর্তী ফাঁকা স্থানকে ডেন্ট বলে । শানার প্রতিটি ডেন্টের মধ্য দিয়ে এক বা একাধিক টানা সুতাকে প্রবেশ করানো হয় । শানাসহ দক্তি বিট আপ এর সময় পড়েন সুতাকে ফেল অব দ্যা ক্লথের পৃষ্ঠে লাগিয়ে কাপড় বুননে সহায়তা করে।

দক্তি (Sley) এর উপর রিড ক্যাপ দ্বারা আটকানো চিরুনির আকৃতির বস্তু যার মধ্য দিয়ে টানা সুতাকে প্রবেশ করানো হয় তাকে শানা বলে। শানার এক একটি তারকে ডেন্ট বা স্পিলিট বলে। শানা তাঁতের একটি গুরুত্বপূর্ণ বস্তু। শানা ছাড়া বিট আপ করা সম্ভব হয় না।

শানার প্রকারভেদ (Classification of reed)
শানা বিভিন্ন ধরনের হতে পারে । নিম্নে বিভিন্ন প্রকার শানার নাম দেওয়া হলো 
০ এক্সপ্যান্ডিং রিড (Expanding Reed) 
০ ফ্লাক্সিবল রিড (Flexible Reed) 
০ গজ রিড (Gauze Reed) 
০ লিজিং রিড (Leasing Reed ) 
০ অর্ডিনারি রিড (Ordinary Reed) 
o ভি রিড (V-Reed) 
০ জিগজ্যাগ রিড (Zigzag Reed) 
০ ওয়ার্প ওয়ান ডিউল রিড (Warp one dule Reed) 
০ ওয়েফট ওয়ান ডিউল রিড (Weft one dule Reed)

শানা গাঁথা (Denting)
শানা গাঁথা দ্বারা টানা সুতাকে ডেন্টের মধ্যে সাজানো হয়। সাধারণত প্রতি ডেন্টে কাপড়ের জমিনের জন্য দুইটি ও কাপড়ের পাড়ের ক্ষেত্রে চারটি টানা সুতা ডেন্টিং করা হয়। অনেক ক্ষেত্রে প্রতি ডেন্টে ৩/৪ টি টানা সুতা প্রবেশ করানো হয়। এ ক্ষেত্রে কাপড়ের ডেনসিটি অর্থাৎ ইঞ্চি প্রতি টানা সুতার সংখ্যা বেশি থাকে। প্রতিটি ডেন্টের মধ্য দিয়ে টানা সুতা ব্যবহারের সংখ্যা নির্ভর করে শানার তার এর পুরুত্ব ও ইঞ্চি প্রতি টানা সুতার সংখ্যার উপর । মাঝে মাঝে কাপড়ের জমিনে আলাদা ইফেক্ট আনার জন্য অসম শানা গাঁথা অর্থাৎ ডেন্টিং করা হয় ।

ডেন্টিং এর সংজ্ঞা (Definition of Denting)
যে পদ্ধতিতে শানার প্রতিটি ডেন্টের মধ্য দিয়ে ডিজাইন অনুযায়ী টানা সুতাকে ড্রইং হুকের সাহায্যে টেনে নেওয়া হয় তাকে ডেন্টিং বলে। রিডই কাপড়ের মধ্যে বা টানা সুতার মধ্যে ফাঁক কতটুকু থাকবে তা নিশ্চিত করে। কাপড়ের গঠন অনুযায়ী টানা সুতার ঘনত্ব নিরূপণ ও নিশ্চিত করাই শানার মূল কাজ । তাছাড়া শানা পড়েন সুতাকে ফেল অব দ্যা ক্লথ পৃষ্ঠে লাগিয়ে দেয় । সাধারণত মারিচাবিহীন স্টিলের তার দ্বারা শানা তৈরি করা হয়। কখনও কখনও ব্রাসের তৈরি ওয়ার দ্বারা শানা তৈরি করা হয়। কাপড়ের গঠন সঠিক রাখার লক্ষ্যে সুতাকে নির্দিষ্ট স্থানে রাখার জন্য ডেন্টিং ভূমিকা পালন করে থাকে ।

শানার কাউন্ট বা রিড কাউন্ট (Reed count ) 
রিড কাউন্ট নির্ণয়ের বহু পদ্ধতি রয়েছে। নিম্নে দুই প্রকারের উল্লেখ করা হলো।

১. স্টকপোর্ট সিস্টেম (Sockport sysem ) 
স্টকপোর্ট সিস্টেমটি অন্যান্য সকল সিস্টেম এর চেয়ে খুব বেশি জনপ্রিয় ও বেশি ব্যবহার হয় । প্লেইন ডিজাইনের ক্ষেত্রে সাধারণত প্রতি দুইটি ডেন্টের একটি ফাঁকা দিয়ে দুইটি সুতা টানা হয়। কাজেই এ ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে যতটি ডেন্ট থাকবে কাউন্ট তত হবে। কিন্তু কাউন্টের সংজ্ঞা এভাবে লেখতে হবে- “ প্রতি দুই ইঞ্চিতে যতগুলো ডেন্ট থাকবে স্টকপোর্ট সিস্টেমে কাউন্ট তত হবে । 

২. ব্রাডফোর্ড সিস্টেম (Bradford sysem) 
একটি রিডের ৩৬ ইঞ্চিতে ২০টি ডেন্টের যতটা সেট পাওয়া যায় তাই ব্রাডফোর্ড সিস্টেমে রিড কাউন্ট। শানার ডেন্টিং করার ক্ষেত্রে সতর্কতা শানার ডেন্টিং করার ক্ষেত্রে নিম্নের সতর্কতাসমূহ অবলম্বন করতে হবে । 
০ যেহেতু প্রতি ডেন্টের ফাঁক দিয়ে দুইটি সুতা টানা হয় সেহেতু কোন ক্ষেত্রে সুতা কম বা বেশি হলে উৎপাদিত কাপড় অসম হবে। 
০ ইঞ্চি প্রতি টানা সুতার সংখ্যা ঠিক রেখে রিড ব্যবহার করতে হবে। নতুবা উৎপাদিত কাপড় ত্রুটিযুক্ত হবে। 
০ ব্যবহারের সময় ডেন্ট বা স্পিলিটগুলি বাঁকা বা ভাঙ্গা না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে ।

Content added || updated By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. শানা কি? 
২. ডেন্ট বা স্পিলিট কি? 
৩. ডেন্টিং বলতে কি বুঝায় ? 
৪. রিড কাউন্টের সংজ্ঞা দাও । 
৫. ব্রাডফোর্ড সিস্টেমে রিড কাউন্ট কাকে বলে। 
৬. শানার মূল কাজ কী ? 
৭. পড়েন সুতা কাপড়ের পৃষ্ঠে কে লাগিয়ে দেয় । 
৮. শানার দুইটি তারের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলে ?

সংক্ষিপ্ত প্রশ্ন
১. শানার প্রকার ভেদ লেখ। 
২. যে কোন এক প্রকার রিড কাউন্টের ব্যাখ্যা দাও। 
৩. শানার ডেন্টিং করার ক্ষেত্রে সতর্কতাসমূহ লেখ । 
৪. শানার প্রতিটি ডেন্টের মধ্য দিয়ে টানা সুতা ব্যবহারের সংখ্যা কীসের উপর নির্ভর করে? 
৫. অসম শানা গাথা কেন প্রয়োজন বর্ণনা কর ।

রচনামূলক প্রশ্ন 
১। তাঁতে ব্যবহার শানার চিত্রসহ বর্ণনা কর ।

Content added By