এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

পৃথিবীতে যত ধরনের বুনন ওভেন ( Woven) কাপড় তৈরি করা হয় তার মধ্যে প্লেইন উইভ কাপড়ের পরিমাণ সবচেয়ে বেশি। টানা ও পড়েন সুতার পর্যায়ক্রমিক ইন্টারলেসমেন্টের মাধ্যমে প্লেইন উইভ গঠন করা হয়। এ উইভ অন্যান্য সকল উইভের চেয়ে মজবুত। একে ক্যালিকো (Calico) বা ট্যাবি (Tabby) উইভ বলা হয় । ক্যালিকো নামটি মাদ্রাজ প্রদেশের অন্তর্গত ক্যালিকো নামক শহরের নাম থেকে এসেছে। আর ট্যাবি (Tabby) শব্দের উৎপত্তি বাগদাদের অ্যাটাবি (Atabi) নামক রাস্তার নাম থেকে, যেখানে রেশমবস্ত্র প্রস্তুতকারকরা বাস করত।

আমাদের দেশের অধিকাংশ পরিধেয় বস্ত্র প্লেইন উইভ বুননের মাধ্যমে প্রস্তুত হয়ে থাকে। যেহেতু প্রতিটি সুতা তার পাশ্ববর্তী সুতাকে ইন্টারলেসমেন্ট এর মাধ্যমে ধরে রাখে কাজেই এটি অন্য সব বুননের চেয়ে অত্যন্ত মজবুত ও টেকসই । ফলে এটি খুবই জনপ্রিয় উইভ। হস্ত চালিত তাঁতে বয়ন করা অত্যন্ত সহজ বিধায় আমাদের দেশের হস্তচালিত তাঁতিগণ শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর এই বুননের মাধ্যমে করে থাকে ।

প্লেইন উইভ এর বৈশিষ্ট্য (Characteristics of plain weave)
প্লেইন উইভ এর বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোচনা করা হলো 
১. প্লেইন উইভ সবচেয়ে সহজ ও সরল ডিজাইন । 
২. টানা ও পড়েন সুতাগুলো একের পর এক বন্ধনীতে অংশগ্রহণ করে 
৩. প্লেইন উইভ এর ক্ষুদ্রতম ডিজাইন ২×২ । 
৪. মাত্র দুইটি ঝাঁপ ব্যবহার করে এই বুনন সম্ভব। 
৫. কাপড় সর্বাধিক দৃঢ় থাকে । 
৬. কাপড়ের উভয় পাশে একই রকম ডিজাইন পরিলক্ষিত হয় । 
৭. প্রতিটি টানা ও পড়েন সূতা পার্শ্ববর্তী সুতাকে সর্বাধিক বাইন্ডিং এ আবদ্ধ রাখে। 
৮. প্লেইন উইভ ভারী ও হালকা সব ধরনের কাপড়ের জন্য ব্যবহার হয় ।
৯. এ ডিজাইনকে ডিজাইনের ভাষায় (one up one down) এই সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। 
১০. দুইটি ঝাঁপ ব্যবহার হলে স্ট্রেইট ড্রাফট এবং বেশি ঝাঁপ ব্যবহার হলে স্কিপ ড্রাফট ব্যবহার হয় । 
১১. প্লেইন উইভ দ্বারা তৈরিকৃত কাপড় খুবই মজবুত ও টেকসই বেশি হয়ে থাকে ।

প্লেইন উইভ এর শ্রেণিবিভাগ (Classification of plain weave) 
প্লেইন উইভকে সাধারণত নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় 
১. স্কয়ার কথ বা ট্রু প্লেইন রুথ (Square cloth or true plain cloth 
২. ওয়ার্প ফেইজড ক্লথ (Warp faced cloth ) 
৩. ওয়েফট ফেইজড ক্লথ (Weft faced cloth ) 

স্কয়ার ক্লথ বা ট্রু প্লেইন ক্লথ (Square cloth or true plain cloth ) 
যে সমস্ত কাপড়ের ডিজাইনে টানা ও পড়েন সুতার কাউন্ট একই, ইঞ্চি প্রতি টানা ও পড়েন সুতার সংখ্যা একই, উভয় পার্শ্বে টানা ও পড়েন ভাসা সমান এবং টানা ও পড়েন ক্রিম্প (Crimp) ) সমান, সেই সমস্ত কাপড়কে স্কয়ার ক্লথ বা টু প্লেইন ক্লথ বলে। 

ব্যবহার : চিজ ক্লথ, বাটার মসলিন, টেবিল লিনেন, সেইল ক্লথ, ওয়াটার কনটেইনার, কনভেয়ার বেল্ট ইত্যাদি ।

ওয়ার্প ফেইজড ক্লথ (Warp faced cloth ) 
যে কাপড়ের টানায় চিকন সুতা ও পড়েনে মোটা সুতা, ইঞ্চি প্রতি টানা সুতার সংখ্যা পড়েন সুতার সংখ্যার চেয়ে বেশি থাকে এবং টানার কভার ফ্যাক্টর (Cover facor ) পড়েনের কভার ফ্যাক্টর এর চেয়ে বেশি সেই সমস্ত কাপড়কে ওয়ার্স ফেইজড ক্লথ বলে । 

ব্যবহার : টেরিলিন সাটিন, কটন পপলিন, কনভেয়ার বেল্ট ইত্যাদি ।

ওয়েফট ফেইজড ক্লথ (Weft faced cloth ) 
যে কাপড়ের টানায় মোটা সুতা ও পড়েনে চিকন সুতা, ইঞ্চি প্রতি টানা সুতার সংখ্যা পড়েন সুতার সংখ্যার চেয়ে কম থাকে এবং টানার কভার ফ্যাক্টর (Cover facor) পড়েনের কভার ফ্যাক্টর এর চেয়ে কম সেই সমস্ত কাপড়কে ওয়েফট ফেইজড ক্লথ বলে । 

ব্যবহার : কটন, লিমব্রিক, কটন মোহাইন, লাইনিং, ফেব্রিক ইত্যাদি । এছাড়া নিম্নলিখিত দুই প্রকার প্লেইন কাপড় দেখতে পাওয়া যায়। যথা:- 
১. ব্যালেন্সড রুথ (Balanced cloth ) 
২. আনব্যালেন্সড ক্লথ (Unbalanced cloth )

ব্যালেন্সড ক্লথ (Balanced cloth ) 
যে সমস্ত কাপড়ের ডিজাইনে টানা ও পড়েন সুতার কাউন্ট একই, ইঞ্চি প্রতি টানা ও পড়েন সুতার সংখ্যা একই, টানার ও পড়েনের কভার ফ্যাক্টর একই এবং কাপড়ের উভয় পার্শ্বে একই রকম ডিজাইন বা রিব দৃশ্যমান হয় তখন উক্ত কাপড়কে ব্যালেন্সড ক্লথ বলে।

আনব্যালেন্সড ক্লথ (Unbalanced cloth ) 
যে সমস্ত কাপড়ের ডিজাইনে টানা ও পড়েন সুতার কাউন্ট সমান নয়, ইঞ্চি প্রতি টানা ও পড়েন সুতার সংখ্যা এক নয়, টানার ও পড়েনের কভার ফ্যাক্টরও এক নয় সে কাপড়কে আনব্যালেন্সড ক্লথ বলে ।

প্লেইন উইভকে অলঙ্করণ (Ornamentaion of plain cloth ) 
প্লেইন উইভ অর্থাৎ ডিজাইনের মূল নীতির কোন পরিবর্তন না করে নিম্নলিখিত বিভিন্ন উপায়ে প্লেইন কাপড়কে অলঙ্করণ করা যায় । 
১. একই কাপড়ে বিভিন্ন প্রকার টেক্সটাইল উপাদান যেমন- কটন, উল, সিল্ক, পলিয়েস্টার ইত্যাদি ব্যবহার করে প্লেইন কাপড় অলঙ্করণ করা যায়। উক্ত কাপড়কে মিশ্র কাপড় বলে । 
২. বিভিন্ন প্রকার রঙিন সুতা ব্যবহার করে স্ট্রাইপ ও চেক কাপড় তৈরি করা সম্ভব। 
৩. একই কাপড়ে টানা সুতা এক রকম ও পড়েন সুতা অন্য রকম অর্থাৎ টানা ও পড়েনে ভিন্ন ভিন্ন কাউন্টের সুতা ব্যবহার করে। 
৪. আবার একই কাপড়ে শুধু টানায় অথবা শুধু পড়েনে ভিন্ন ভিন্ন কাউন্টের সুতা ব্যবহার করে । 
৫. একই কাপড়ে ভিন্ন ভিন্ন টুইস্টের সুতা ব্যবহার করে । 
৬. বিভিন্ন ধরনের অলংকৃত সুতা ব্যবহার করে। যেমন- স্নাব ইয়ার্ন, ক্রিম্প ইয়ার্ন ইত্যাদি । 
৭. বিভিন্ন প্রকার ডেন্টিং কাপড় অলঙ্করণ করা সম্ভব। 
৮. একাধিক টানা বিম ব্যবহার করে একটি টাইট এবং অন্যটি ঢিলা এভাবে কাপড় অলঙ্করণ করা সম্ভব।

প্লেইন উইভ ডেরিভেটিভসমূহ (Derivatives of plain weave) 
প্লেইন উইভ ডেরিভেটিভসমূহ নিম্নরূপ:- 
১. ওয়ার্প রিব (Warp rib )) 
২. ওয়েফট রিব (Weft rib )) 
৩. ম্যাট (Mat) ৪. রেপ (Repp)) 
৫. ইমিটেশন রেপ (Immitation repp)

প্লেইন উইভের ব্যবহার 
পৃথিবীতে যত ধরনের ওভেন কাপড় রয়েছে তার শতকরা পঁচাত্তর ভাগই প্লেইন উইভ কাপড় । সূক্ষ্ম কাপড় থেকে শুরু করে মোটা প্রকৃতির কাপড়ও এই উইভ দ্বারা তৈরি করা সম্ভব। যে কোন ধরনের আঁশ এর তৈরি সুতা দ্বারা প্লেইন ডিজাইনের কাপড় তৈরি করা সম্ভব । খুব চিকন অর্থাৎ সূক্ষ্ম সুতা দ্বারা মসলিন কাপড় প্লেইন উইভের মাধ্যমে তৈরি হয়ে থাকে। বিভিন্ন ধরনের আঁশ হতে প্রস্তুত সুতা যেমন- কটন, সিল্ক, জুট, উল ইত্যাদি দ্বারা তৈরি কাপড় দিয়ে পোশাক, কোট, প্যান্ট, পেটিকোট, সালোয়ার, কামিজ, শাড়ি ইত্যাদি প্লেইন উইভ ডিজাইন দ্বারা প্রস্তুত করা হয়। ডাক্তারি অ্যাপ্রোন, গজ, ব্যান্ডেজ ইত্যাদিও প্লেইন ডিজাইনের কাপড় দ্বারা প্রস্তুত করা হয়। উল ও উরস্টেড থেকে ম্যাট, ডিজাইনের প্রস্তুত কাপড় স্যুট, কোট ইত্যাদি তৈরিতে ব্যবহার হয়। খেলাধুলার বিভিন্ন পোশাক, সাঁতারের পোশাক প্লেইন ডিজাইনে হয়ে থাকে। মোটা সুতা দ্বারা প্রস্তুত কম্বলও প্লেইন ডিজাইনের মাধ্যমে তৈরি হয়।

Content added By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 
১. সবচেয়ে সহজ ও মজবুত ডিজাইন কোনটি? 
২. কেলিকো বা টেবি কোন উইভকে বলা হয়? 
৩. প্লেইন উইভের শ্রেণি বিভাগ কর? 
৪. স্কয়ার ক্লথ বা টু প্লেইন ক্লথ বলতে কি বুঝায়? 
৫. ব্যালেন্স ক্লথ কি? 
৬. ওয়ার্স রিব ক্লথ কাকে বলে? 
৭. কোন কাপড়ের উভয় পার্শ্বে একই ডিজাইন পরিলক্ষিত হয়? 
৮. সর্বনিম্ন কতটি ঝাঁপ ব্যবহার করে প্লেন কাপড় বুনন সম্ভব?

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. প্লেইন উইভের ৪টি ডেরিভেটিব-এর নাম লেখ?
২. ব্যালেন্স ক্লথ ও আনব্যালেন্স ক্লথ এর সংজ্ঞা দাও?
৩. প্লেই উইভের ৪টি ব্যবহার লেখ?
৪. প্লেন উইভ এর ক্ষুদ্রতম ডিজাইন কত ঘরে সম্ভব?
৫. প্লেন ডিজাইনকে ডিজাইনের ভাষায় কিভাবে প্রকাশ করা হয় লেখ?

রচনামূলক প্রশ্ন 
১। প্লেইন উইভের ডেরিভেটিভসমূহ বিস্তারিত আলোচনা কর?
২। প্লেইন উইভের বৈশিষ্ট্যসমূহ লেখ?
৩। প্রেইন উইভের শ্রেণি বিভাগ কর এবং প্রত্যেক প্রকারের বর্ণনা দাও?
৪ । প্লেইন বুননে সবচেয়ে মজবুত ও টেকসই কাপড় প্রস্তুত হয় তার সপক্ষে যুক্তি দাও?
৫ । প্লেইন উইডের ডিজাইনের মূল নীতির কোন পরিবর্তন না করে কিভাবে প্লেইন কাপড়কে অলঙ্করণ করা যায় বিস্তারিত ভাবে লেখ?

Content added || updated By