এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

টেক-আপ গতি পাওয়ার লুমের সেকেন্ডারি মোশনের প্রথম মোশন। গতিসমূহের কার্যাবলি অর্থাৎ সেডিং, পিকিং, বিটিং সম্পন্ন হওয়ার পর লেট অফ মোশনের সাথে সামঞ্জস্য রেখে টেক আপ মোশনের মাধ্যমে উৎপাদিত কাপড় ক্লথ রোলারে জড়াতে থাকে। টেক আপ কার্যে ক্লথ রোলার, ইমারি রোলার, সেভেন হুইল / ফাইভ হুইল টেক আপ মোশনে অংশ গ্রহণ করে ।

টেক আপ গতির সংজ্ঞা (Definition of Take-up motion ) - 
তাঁতের প্রাথমিক গতিসমূহের কার্যাবলি অর্থাৎ সেডিং, পিকিং, বিটিং সম্পন্ন হওয়ার পর লেট অফ মোশনের সাথে সামঞ্জস্য রেখে যে গতির মাধ্যমে উৎপন্ন কাপড় বা সর্বশেষ পিককে নিয়মিতভাবে ক্লথ রোলারে (Cloth roller) জড়ানো হয় সে গতিকে কাপড় গুটানো গতি বা টেক আপ (Take-up) মোশন বলে । এ গতি কাপড়ের প্রতি একক দৈর্ঘ্য অর্থাৎ ইঞ্চি প্রতি পিকসঠিক রাখে এবং কাপড়ে সুষম টেক্সচার (Proper exure) আনয়ন করে । ইঞ্চি প্রতি টানা ও পড়েনের উপর কাপড়ের টেক্সচার অনেকাংশে নির্ভর করে ।

টেক আপ গতির উদ্দেশ্য (Objectives of Take-up motion ) - 
০ বুননকৃত কাপড়কে টেনে নির্দিষ্ট হারে ক্লথ রোলারে জড়ানো । 
০ সমপিক স্পেসিং (Spacing) বা সমপিক ডেনসিটি (Density) নিশ্চিত করা। 
০ কাপড়ের সর্বত্র পড়েন সুতার একক দৈর্ঘ্যের ওজন সমান রাখা । 
০ কাপড়ের গুণগত মান ও বুনন দক্ষতা বৃদ্ধি করা।

টেক আপ মোশনের প্রকারভেদ (Classification of Take-up motion ) - 
টেক আপ মোশন প্রধাণত দুই প্রকার । 

১। পজিটিভ টেক আপ মোশন (Positive Take up motion ) 
যে টেক আপ মোশন ট্রেইন অব গিয়ার (train of Gear) এর মাধ্যমে কাপড়ের ক্লথ রোলারে জড়ায় তাকে পজিটিভ টেক আপ মোশন বলে । এছাড়াও আরও দুই প্রকার টেক আপ মোশন আছে। যথা- 

ক) প্রাচীন টেক আপ মোশন (Old Take-up motion ) - 
প্রাচীন কালে অর্থাৎ তাঁত আবিষ্কারের প্রথম দিকে কাপড় গুটানো গতির কাজ হাতের সাহায্যে করা হতো। এতে কোন গিয়ার বা চাকার সহায়তা নেওয়া হতো না । 

খ) সেমি পজিটিভ টেক আপ মোশন (Semi positive Take-up motion ) - 
যে টেক আপ মোশন পুরোপুরি পজিটিভের মাধ্যমে হয় না তাকে সেমি পজিটিভ টেক আপ মোশন বলে । 

২। নেগেটিভ টেক আপ মোশন (Negative Take-up motion ) - 
ওজন বা স্প্রিং (Spring) এর মাধ্যমে কাপড়ের ক্লথ রোলারে জড়ানোর প্রক্রিয়াকে নেগেটিভ টেক আপ মোশন বলে । পজিটিভ টেকআপ মোশনের শ্রেণি বিভাগ (Classification of positive take-up motion )

সেভেন হুইল টেক আগ মোশনের বর্ণনা- 
টেক আপ মোশনের এ গতি সাতটি হুইল যারা চলিত হয় বলে এ মোশনকে সেভেন হুইল টেক আপ মোশন বলে। চিত্রে A র‍্যাচেট হুইল B স্ট্যান্ডার্ড হুইল, C চেইঞ্জ হুইল, D সুইং পিনিয়ন, E স্টাড হুইল, F স্টাড পিনিয়ন, G ইমারি রোলার হুইল অথবা বিম হুইল ।
স্লে বিট আপের জন্য যখন সামনের দিকে অগ্রসর হয় তখন পুশিং পল M প্ররোজন অনুযায়ী র‍্যাচেট হুইলের এক দাঁতকে ঘুরায় এবং পুলিং পল N র্যাচেট হুইলকে ধরে রাখে যাতে এগিয়ে যাওয়া র্যাচেট হুইলটি পিছনের দিকে চলে যেতে না পারে। র‍্যাচেট হুইলের ঘূর্ণনের ফলে একই শ্যাফটে অবস্থিত স্ট্যান্ডার্ড হুইলও ঘুরবে। এভাবে স্ট্যান্ডার্ড হুইলের সংস্পর্শে থাকা চেইঞ্জ হুইল, সুইং পিনিয়ন, স্টাড হুইল, সবশেষে ইমারি হুইল বা বিম হুইল ও ঘুরবে। ফলে ইমারি রোলার উৎপাদিত কাপড়কে আস্তে আস্তে ক্লথ বিমে জড়াতে সাহায্য করবে।

র‍্যাচেট হুইল একবার পূর্ণ ঘুর্ণনের ফলে কাপড়ে যতগুলো পিক সম্পন্ন হয় এবং ঐ সময়ে ক্লথ রোলারে যতটুকু কাপড় জড়ায় তাদের অনুপাতকে পিকস্ পার ইঞ্চি বা পিপিআই বলে ।

হুইল টেক আপ মোশনের লুম কন্সট্যান্ট ১ হয় । 

সেভেন হুইল টেক আপ মোশনের বিভিন্ন হুইলের দাঁতসংখ্যা আদর্শ মান ধরে নিম্নলিখিতভাবে লুম কন্সট্যান্ট বের করা সম্ভব।

সেভেন হুইল টেক আপ মোশনের লুম কন্সট্যান্ট আদর্শ মান - ১ । যার কারণে চেইঞ্জ হুইলের দাঁত সংখ্যার সমান ইঞ্চি প্রতি পিক সংখ্যা হয় ।

ফাইভ হুইল টেক আপ মোশন (Five wheel Take up motion ) 
টেক আপ মোশনের গতি ৫টি হুইল দ্বারা চালিত হয় বলে এ ধরনের টেক আপ মোশনকে ফাইভ হুইল টেক আপ মোশন নামকরণ করা হয়েছে । চিত্রে ৫টি হুইল সহ টেক আপ মোশন দেখানো হলো।

A একটি র‍্যাচেট হুইল, B চেইঞ্জ পিনিয়ন, C স্টাড হুইল, D স্টাড পিনিয়ন, E বিম হুইল এবং F পিন রোলার বা কুথ রোলার।

র‍্যাচেট হুইল A কে র‍্যাচেট পল M দ্বারা প্রতি এক একটি পিকের জন্য এক একটি দাঁত ধাক্কা দিয়ে এগিয়ে দেয় । N অপর একটি পল র‍্যাচেট হুইলকে ধরে রাখে যাতে ধাক্কা মারা পলটির মাধ্যমে এক দাঁত এগিয়ে আসা র‌্যাচেট হুইলকে পিছনের দিকে সরে যেতে বাধা প্রদান করে। এজন্য M কে পুশিং পল এবং N কে পুলিং পল বলে।

Content added By

অতিসংক্ষিপ্ত প্রশ্ন 
১. টেক আপ মোশন বলতে কী বুঝায় ? 
২. সেভেন হুইল টেক আপ মোশনের লুম কন্সট্যান্ট ১ হওয়ার সুবিধা কী ? 
৩. সেমি পজিটিভ টেক আপ মোশনের সংজ্ঞা দাও । 
৪. লুম কনট্রাকশন ফ্যাকটর এর সহিত কত যোগ করতে হয় ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. টেক আপ মোশনের উদ্দেশ্য কী ? 
২. টেক আপ মোশনের শ্রেণি বিভাগ কর। 
৩. পজিটিভ টেক আপ মোশনের শ্রেণি বিভাগ ছক আকারে 
৪. টি পি আই (TPI) এর সূত্রটি লেখ। 

রচনামূলক প্রশ্ন 
১. চিত্রসহ সেভেন হুইল টেক আপ মোশনের বর্ণনা দাও। 
২. চিত্রসহ ফাইভ হুইল টেক আপ মোশনের বর্ণনা দাও। 
৩. ফাইভ হুইল ও সেভেন হুইল টেক আপ মোশনের মধ্যে পার্থক্য লেখ। 
৪. কাপড় বুননের ক্ষেত্রে ফাইভ হুইল এবং সেভেন হুইল টেকআপ মোশন তাঁতের সুবিধা ও অসুবিধাগুলো তুলনামূলক বর্ণনা কর ।

Content added || updated By