এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

লেট অফ মোশন লুমের সেকেন্ডারি মোশনের দ্বিতীয় মোশন। টেক আপ মোশন ও লেট অফ মোশন একই গতিতে কাজ করে। অর্থাৎ টানা বিম থেকে টানা সুতা ছাড়া ও ক্লথ রোলারে উৎপাদিত কাপড় জড়ানো একই গতিতে হতে থাকে। লেট অপ ও টেক অপ উভয় গতির সাথে সামঞ্জস্য রয়েছে। নতুবা লেট অফ এর চেয়ে টেক আপ বেশি হলে টানা সুতা ছেড়ার হার বেড়ে যাবে এবং টেক আপ কম হলে পিক ডেনসিটি এলোমেলো হয়ে যাবে। কাজেই উভয় গতির মধ্যে সামঞ্জস্য বিদ্যমান ।

লেট অফ মোশনের সংজ্ঞা (Definition of let off motion)- 
যে মোশনের সাহায্যে টানা সুতার বিম হতে প্রয়োজনীয় সুতাকে একটি নির্দিষ্ট হারে বুনন এলাকাতে ছেড়ে দেওয়া হয় এবং যার ফলে টানা সুতা এবং কাপড়ের মধ্যে একটি সম টেনশন বজায় থাকে, তাকে সুতা ছাড় দেওয়া গতি বা লেট অফ মোশন বলে।

লেট অফ মোশনের উদ্দেশ্য (Objectives of let off motion)- 
লেট অফ মোশনের নিম্নলিখিত উদ্দেশ্য বিদ্যমান 
০ পরিচ্ছন্ন সেড গঠনের জন্য টানা সুতার উপর প্রয়োজনীয় টেনশন প্রয়োগ করা। 
o বুননের সময় টানা সুতার বিম থেকে যে পরিমাণ টানা সুতা সরবরাহ করে তা নিয়ন্ত্রণ করা। 
০ কাপড়ের একক স্পেসে সমান সংখ্যক পিকের জন্য টেক আপ মোশনের সাহায্যকারী হিসেবে কাজ করা । 
০ কাপড় প্রস্তুতিতে টানা ও ফিলিং (Filling) এর মধ্যকার সঠিক টেনশন রক্ষা করা । 
০ কাপড় প্রস্তুত করতে টানা ও ফিলিং এর মধ্যে যে জায়গা দরকার তা প্রদান করা। 
০ ক্লথ রোলারে যে পরিমাণ কাপড় জড়ায় সে পরিমাণ টানা সুতা লেট অফ মোশন ছাড় দেওয়া।

লেট অফ মোশনের প্রয়োজনীয়তা (Requirements of Let off motion)- 
নিম্নলিখিত কারণে লেট অফ মোশনের প্রয়োজনীয়তা রয়েছে- 
o টানা সুতার টান (tension) যাতে স্থির থাকে তার ব্যবস্থা করা । 
০ বুনন অঞ্চল (Weaving area) এ টানা সুতার দৈর্ঘ্য পরিবর্তন করার ব্যবস্থা থাকতে হবে যাতে প্রয়োজনে সুতার দৈর্ঘ্য বাড়ানো ও কমানো যায় । 
o টানা সুতার দৈর্ঘ্যের পরিবর্তনকে কাজে লাগিয়ে টানা সুতার টেনশন ঠিক (Adjust করা । 
o টানা ও পড়েনের টেনশন বা টানের অনুপাত সঠিক রাখতে হবে। অন্যথায় কাপড়ের উপর ক্রিম্প লেভেল (Crimp level) সঠিক হবে না।

লেট অফ মোশনের প্রকারভেদ (Classification of let off motion ) - 
লেট অফ মোশন তিন প্রকারের। যথা- 
১) পজিটিভ লেট অফ মোশন (Positive let of motion ) 
২) সেমি পজিটিভ লেট অফ মোশন (Semi Positive let of motion ) 
৩) নেগেটিভ লেট অফ মোশন (Negative let of motion )

নেগেটিভ লেট অফ মোশনের বর্ণনা- 
এ পদ্ধতিতে ওয়ার্প বা উইভারস বিষ থেকে টানা সুতা ছাড়ার জন্য বিম রাফেলে একটি চেইন (D) পেচানো হয়। চেইনের এক প্রান্তে একটি নির্দিষ্ট ওজন (A) যুক্ত থাকে এবং অপর প্রাপ্ত ওজন লিভার (B) এর সাথে বাঁধা থাকে । ওজন লিভারটি লুম ফ্রেমের সাথে (C) বিন্দুতে ফালক্রাম করা থাকে। টানা সুতাকে ব্যাক রেস্ট (G) এর উপর দিয়ে অতিক্রম করানো হয় এবং টেকআপ রোলার (J) এর সাহায্যে ক্লথ বিম (K) এ জড়ানো হয় ।

কার্যপ্রণালি
তাঁতের বুনন কাজ চলার সাথে সাথে ওয়ার্ল্ড বিমের সুতা কমতে থাকে এবং বিমের ব্যাস হ্রাস পায়। বুননের শুরুতে ওয়ার্স বিম যখন টানা সুতায় পূর্ণ থাকে তখন বিষের ওজন বেশি থাকে। বেশি ওজনের বিষকে ঘুরতে বেশি ওয়েট লাগবে। এমতাবস্থায় ওজনকে ওজন লিভারে যে প্রান্তে ফালক্রাম আছে তার বিপরীত প্রান্তে রাখা হয় এবং বিম থেকে নির্দিষ্ট টেনশনে সুতা ছাড়া হয় । কিন্তু ওয়াপ বিমের ব্যাস কমার সাথে সাথে ব্যাক রেস্টের সাথে টানা সুতার কোন (Angle) কমে যায় এবং টেক আগে পেঁচানোর পরিমাণ বেড়ে যায়। ফলে ব্যাক রেস্টের সাথে টানা সুতার ধর্ষণের কো-ইফিসিয়েন্ট ফ্রিকশন (Co-efficient Friction) বেড়ে যায় এবং সুতার টানা বা টেনশন বৃদ্ধি পায় । এক্ষেত্রে ওজনকে ওজন লিভারের ফালক্রাম প্রান্তের দিকে সরিয়ে দিয়ে টানা সুতার টেনশন কমানো হয় এবং ওয়ার্শ বিমের পরিধির গতি ঠিক থাকে । বুনন কাজ চলন্ত অবস্থায় সাধারণত ১০ থেকে ১৫ মিনিট পর পর ওজনকে ফালক্রামের দিকে সরিয়ে সুতার টেনশন নিয়ন্ত্রণ করা হয়।

এভাবে লেট অফ মোশন টি টেকআপ মোশনের সাথে সামঞ্জস্য রেখে টানা সুতা ছাড়তে হয় ।

পজিটিভ লেট অফ মোশন ও নেগেটিভ লেট অফ মোশন এর পার্থক্য

Content added By

অতিসংক্ষিপ্ত প্রশ্ন 
১. লেট অফ এর সংজ্ঞা দাও। 
২. লেট অফ মোশনের সাথে কোন মোশনের সামঞ্জস্য রয়েছে ? 
৩. তাঁতে সুতার টেনশন ঠিক রাখার জন্য কোন মোশন ব্যবহার হয় ? 
৪. লেটঅফ এর চেয়ে টেকআপ বেশি হলে কি অসুবিধা হবে ? 
৫. টেকআপ কম হলে কি অসুবিধা হবে ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. লেট অফ মোশনের উদ্দেশ্য লেখ। 
২. লেট অফ মোশনের প্রয়োজীয়তা কী? 
৩. লেট অফ মোশনের শ্রেণিবিভাগ কর । 
৪. টানা ও পড়েন সুতার টেনশন বা টানার অনুপাত সঠিক রাখলে সুবিধা কী? 
৫. ওয়ার্স বা টানা সুতার টেনশন কি নিয়ন্ত্রণ করা যায়? 

রচনামূলক প্রশ্ন 
১. চিত্রসহ নেগেটিভ লেট অফ মোশনের বর্ণনা দাও। 
২. পজিটিভ ও নেগেটিভ লেট অফ মোশনের মধ্যে পার্থক্যগুলো লেখ। 
৩. পজিটিভ ও নেগেটিভ অফ মোশনের সুবিধা ও অসুবিধাগুলো তোমার নিজের ভাষায় লেখ ।

Content added By