এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. ড্রাফটিং বলতে কী বুঝায়? 
২. ড্রয়ার ও রিচার কাদের বলে? 
৩. মেইল আই কী? 
৪. স্ট্রেইট ড্রাফট কী? 
৫. লিফটিং প্লান বলতে কী বুঝায়? 
৬. লিফটিং কী? 
৭. ওভেন ডিজাইন সম্পূর্ণভাবে গ্রাফ পেপারে ব্যাখ্যা করার উপকরণ কী কী? 
৮. লোয়ারিং কী? 
৯. তাঁতে কি ধরনের ডিজাইন উৎপন্ন হবে তা মূলত কিসের উপর নির্ভর করে? 
১০. 'ব' চক্ষুর মধ্য দিয়ে কোন সুতা প্রবেশ করানো হয়? 
১১. কাপড় বুননের সময় কোন সুতা সেডের মধ্যে চলাচল করে? 
১২. স্ট্রেইট ড্রাফটিংয়ের ডিজাইনে রিপিটে টানা সুতার সংখ্যা ১২টি থাকলে ঝাঁপ কতটি ব্যবহার করা হবে? 
১৩. কে পড়েন সুতাকে ফেল অব দ্যা ক্লথের গায়ে লাগিয়ে দেয়? 
১৪. ড্রাফটিং প্লান প্রকাশ করার পদ্ধতি কত প্রকার ও কী কী?

সংক্ষিপ্ত প্রশ্ন
 ১. ড্রাফটিং প্লানের শ্রেণি বিভাগ কর? 
২. স্কিপ ড্রাফটের চিত্র অংকন করে দেখাও? 
৩. লিফটিং প্লানের উদ্দেশ্য কী? লেখ। 
৪. ডেন্টিং প্লানের উদ্দেশ্য লেখ?
৫. বুনন পদ্ধতিতে কত সারি সুতা থাকে। তাদের নাম লেখ? 
৬. টানা সুতায় কিভাবে সেড গঠন করে? 
৭. সাধারণত ডিজাইনের রিপিট বলতে কি বুঝানো হয়? 
৮. ঘর্ষণ ও টানা সুতা ছেড়ার হার কোন ধরনে ড্রাফটিং এ কম হয়?

রচনামূলক প্রশ্ন 
১। চিত্রসহ দুইটি প্রকার ড্রাফটিং প্লানের বর্ণনা দাও? 
২। যে কোন ৫টি ড্রাফটিং পদ্ধতির চিত্রসহ বর্ণনা দাও? 
৩। সাটিন ও মিক্সড ড্রাফটিং পদ্ধতি চিত্রসহ বর্ণনা দাও? 
৪। স্কিল ও স্পেশাল ড্রাফটিং পদ্ধতি চিত্রসহ বর্ণনা দাও?

Content added By

আরও দেখুন...

Promotion