এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল: পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটস্কয়ার, প্যারালাল বার বা টী স্কয়ার, ড্রয়িং শিট, ডাস্টার, স্কেল, ড্রয়িং বোর্ড।

অঙ্কন প্রণালি:

  • প্রথমে ড্রয়িং বোর্ডটিকে ডাস্টার এর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে শিট স্থাপন করে বর্ডার। লাইন টেনে নিতে হবে ।
  • এবার নির্দিষ্ট দূরত্ব পরপর (যেমন – ½ বা 0.5 মিমি) সমান্তরাল অনুভূমিক রেখা আঁকতে হবে।
  • এখন নিচের অনুভূমিক লাইনের শুরুর বিন্দু থেকে সেট স্কয়ার-এর সাহায্যে 45° কোণে উপরের লাইন পর্যন্ত বাম দিক থেকে ডান দিকে লাইন টানতে হবে।
  • উপরের লাইনে যেখানে ছেদ করে সেই বিন্দু থেকে ডান পাশে আবার নিচের দিকে 45° কোণে লাইন টানতে হবে ।
  • এভাবে সম্পূর্ণ অনুভূমিক সমান্তরাল রেখার শেষ অংশ পর্যন্ত কৌণিক রেখা টানা হলে কৌণিক ও অনুভূমিক রেখার ছেদ বিন্দুতে লম্ব রেখা টানতে হবে (চিত্র-৩.১)।
  • এভাবে সম্পূর্ণ শিটে যতটুকু প্রয়োজন গ্রাফ অঙ্কন করতে হবে।
  • অক্ষর লিখনের জন্য প্রতি অক্ষর এর উচ্চতার পর গ্রাফের দুই ঘর সমান ফাঁকা রাখার পর আবার গ্রাফ অঙ্কন করতে হবে (চিত্র-৩.১)।
  • অনুভূমিক রেখার দূরত্ব যেন কমবেশি না হয়, কৌণিক রেখাসমূহ 45° কোণে হতে হবে। সেটস্কয়ার বার বা টীস্কয়ারের সাথে সঠিকভাবে ধরে নিতে হবে।
  • এক বরাবর অনেক গ্রাফ করার জন্য কৌণিক রেখাসমূহ শুধু উপরের লাইনে টানতে হবে,
Content added By