এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল: পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটস্কয়ার, প্যারালাল বার বা টী স্কয়ার, ড্রয়িং শিট, ডাস্টার, স্কেল, ড্রয়িং বোর্ড। 

অঙ্কন প্রণালীঃ 

  • AB অক্ষ, এর বর্ষিত রেখা, CD ও দুটি নাভিবিন্দুর দূরত্ব FF দেয়া থাকলে পরাবৃত্তটি অঙ্কন করতে হবে।
  • FC ও FD এর উপরে যথাক্রমে সমান দূরত্ব নিয়ে কিছুবিষ্ণু 1,2,3, . .. . . . 1',2',3', .. ইত্যাদি চিহ্নিত করতে হবে।
  • এবার A-1 কে ব্যাসার্ধ নিয়ে F বিন্দুকে কেন্দ্র করে এবং এবার B-1 কে ব্যাসার্ধ নিয়ে F' বিন্দুকে কেন্দ্র করে CD এর উপরে নিচে বৃত্তচাপ আঁকতে হবে।
  • এবার বৃত্তচাপসমূহের ছেদবিন্দুসমূহ বক্ররেখা দিয়ে যোগ করতে হবে। এটিই নির্ণেয় পরাবৃত্ত।

চিত্র-৪.৮: অক্ষ দুটি নির্দিষ্ট নাতিবিন্দুর দূরত্ব দেয়া থাকলে পরাবৃত্ত অঙ্কন

Content added By