এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অতিসংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

১। নার্সারি পুকুর কী?

২। নার্সারি পুকুরের মাটির পিএইচ কত থাকা উচিত?

৩। নার্সারি পুকুরের আয়তন কেমন হওয়া উচিত?

৪। রোটেনন এর রাসায়নিক সংকেত লেখ।

৫। প্রতি শতাংশ নার্সারি পুকুরে কতটি পোনা মজুদ করা হয়?

৬। ব্লিচিং পাউডার এর প্রয়োগ মাত্রা কত?

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

১। কোন ধরনের মাটি নার্সারি পুকুরের জন্য উপযুক্ত?

২। রোটেনন এর শক্তিমাত্রা ও প্রয়োগ মাত্রা উল্লেখ করো। 

৩। মৎস্যভুক প্রাণী দমনে ব্যবহৃত রাসায়নিক কীটনাশকগুলোর নাম লেখ?

৪। চুন কত প্রকার ও কী কী?

৫। সুস্থ্য ও ভালো মানের পোনার বৈশিষ্ট্যগুলো লেখ।

রচনামূলক প্রশ্ন:

১। নার্সারি পুকুরের প্রয়োজনীয়তা বর্ণনা করো।

২। নার্সারি পুকুর তৈরির সময় কী কী বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত?

৩। ঘেরে পানি উত্তোলন সম্পর্কে আলোচনা করো।

৪। অবাঞ্ছিত ও মৎস্যভূক প্রাণী অপসারণের প্রক্রিয়া বর্ণনা করো।

৫। মহুয়া বীজের খৈল প্রয়োগের সময় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত? 

৬। নার্সারিতে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা এবং প্রয়োগ পদ্ধতি বর্ণনা করো।

৭। চুন প্রয়োগের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত?

৮। পুকুরের আয়তন ও গভীরতার ওপর ভিত্তি করে পোনা মজুদের পরিমাণ ও মজুদ পদ্ধতি বর্ণনা করো।

৯। নার্সারি পুকুরে বাগদা চিংড়ির খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে বর্ণনা করো।

১০। চিংড়ির পোনা আহরণ ও স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা করো। 

১১। চিংড়ির পীড়ন নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে বর্ণনা করো।

১২। চিংড়ির নমুনায়নের সময় কী কী বিষয় পর্যবেক্ষণ করা উচিত এবং করণীয় সম্পর্কে লেখ। 

Content added By

Promotion