এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অতিসংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

১। বাগদা চিংড়ির বৃদ্ধির জন্য আদর্শ তাপমাত্রা কত?

২। পানিতে দ্রবীভূত অক্সিজেনের আদর্শ পরিমাণ কত?

৩। পানিতে অ্যামোনিয়া বেড়ে গেলে করণীয় কী?

৪। ঘেরের পানির পিএইচ সকালের দিকে কত থাকা উচিত?

৫। ঘেরের পানির খরতা কত থাকা উচিত?

৬। বাগদা চিংড়ি চাষের জন্য পানির লবণাক্ততা কত থাকা উচিত?

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

১। বাগদা চিংড়ির রোগের কারণগুলো কী কী?

২। রোগ প্রতিরোধে ব্যবহৃত কয়েকটি এন্টিবায়োটিকের নাম লেখ।

৩। চিংড়ির রোগ নিরাময়ে ব্যবহৃত কয়েকটি নিষিদ্ধ এন্টিবায়োটিকের নাম লেখ। 

৪। পানিতে শামুক ঝিনুক বেড়ে গেলে কী করা উচিত?

৫। পানিতে কাঁকড়ার উপদ্রব বাড়লে করণীয় কী?

৬। পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির উপায় কী কী? 

৭। বাগদা চিংড়ির রোগ দমনের জন্য ব্যবহৃত কয়েকটি রাসায়নিক দ্রব্যের নাম লেখ।

রচনামূলক প্রশ্ন :

১। বাগদা চিংড়ির রোগ প্রতিরোধের উপায়সমূহ বর্ণনা করো।

২। বাগদা চিংড়ির স্বাস্থ্য রক্ষায় হ্যাচারিতে পানির গুণাগুণ সংক্ষেপে বর্ণনা করো।

৩। রোগাক্রান্ত বাগদা চিংড়ির লক্ষণসমূহ লেখ।

৪। বাহ্যিক পর্যবেক্ষণের মাধ্যমে কীভাবে বাগদা চিংড়ির রোগ শনাক্ত করবে? 

৫। ভাইরাসজনিত যে কোনো দু'টি রোগের লক্ষণ ও চিকিৎসা বর্ণনা করো।

৬। ব্যাকটেরিয়াজনিত যে কোনো দু'টি রোগের লক্ষণ ও চিকিৎসা বর্ণনা করো ।

৭। ছত্রাকজনিত যে কোনো দু'টি রোগের লক্ষণ ও চিকিৎসা বর্ণনা করো।

৮। বাগদা চিংড়ি চাষকালে উদ্ভুত সমস্যা ও সমাধানের উপায়সমূহ বর্ণনা করো।

Content added By

Promotion