এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

বিজ্ঞানের ক্রমবিকাশের ধারায় তাল মিলিয়ে মানুষ এগিয়ে চলছে সভ্যতার হাত ধরে। এখন আর সে শুধু অনুমান বা কল্পনা নির্ভর নয়। কল্পনাকে বাস্তবতার রূপ দিতে বদ্ধপরিকর মানুষ আজ সত্যতা যাচাই করে নিতে শিখেছে বিজ্ঞানের সহায়তায়। তাই শিল্প ও বিজ্ঞানের সংমিশ্রণে গড়ে তুলছে নিত্য নতুন স্থাপত্যকর্ম। আর নতুন নতুন স্থাপত্যকর্মে যোগ হয়েছে নতুন নতুন অলংকরণ, জটিল সব সুক্ষ্ম সূক্ষ্ম কাঠামো। এসব অলংকরনকে বাস্তব রূপ দিতে প্রয়োজন সঠিক ডিজাইন, বিস্তারিত ও পূর্ণাঙ্গ মাপ বা ডিটেইল ড্রয়িং।

Content added By

ওয়ার্কিং ড্রয়িং-এ কোনো ইমারতের বা কাঠামোর পুঙ্খানুপুঙ্খ মাপ দেয়া থাকে। কিন্তু কখনও কখনও দেখা যায় ডিজাইনের অতি ক্ষুদ্র অংশ বড় কোনো ড্রয়িং-এ দেখানো বা বিস্তারিত মাপ দেখানো সম্ভব হয় না। সেক্ষেত্রে সেই ক্ষুদ্র অংশকে একটু বড় ছেলে অঙ্কন করে দেখানো হয়। নির্মাণ কাজের জন্য কাঠামোর অতি ক্ষুদ্র অংশকে বড় স্কেলে অঙ্কন করে বিস্তারিত মাপ দেখানোকে ডিটেইল ড্রয়িং বলা হয়।

ড্রয়িং-এর এমন অনেক অংশ আছে যা ওয়ার্কিং ড্রয়িং এ দেখানো সম্ভব নয় কিন্তু ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যার বিস্তারিত মাপ ও ড্রয়িং না দেখে করা যায় না। সে সব ক্ষেত্রে ডিটেইল ড্রয়িং করা হয়। যার ফলে নির্মাণ কাজ সহজ হয়। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ডিজাইন অনুযায়ী সঠিক মাপে করা সম্ভব হয় যেমন: মোল্ডিং, দরজা জানালার চৌকাঠ, টয়লেট, রেলিং, নোজিং, কাঠের বিভিন্ন প্রকার জয়েন্ট ইত্যাদি ডিটেইল (চিত্র- ৫.১.১-৫.১.৪) ।

Content added By

মূলত: সাধারণ ড্রয়িং বা ওয়ার্কিং ড্রয়িং-এ কোনো কিছু বুঝা না গেলে তখন ডিটেইল ড্রয়িং করা হয় । কিংবা অত্যন্ত ক্ষুদ্র বা সূক্ষ্ম কোনো অংশকে বড় করে দেখার ও মাপ জানার জন্য ডিটেইল ড্রয়িং করা হয়। এ কারণে ডিটেইল করার জন্য ওয়ার্কিং ড্রয়িং-এর চেয়ে অপেক্ষাকৃত বড় স্কেল ব্যবহার করা হয়।

বিভিন্ন ধরনের ডিটেইলের জন্য বিভিন্ন স্কেল ব্যবহৃত হয়। যেমন: চৌকাঠের জন্য 3" = 1' - 0" বা 6" ='1 - 0" স্কেল, আর রেলিং এর জন্য 1" = 1'-0" করা যেতে পারে, আবার টয়লেট বা কিচেন ডিটেইলের জন্য ½" = 1' - 0" বা ¾ "=1 - 0" ব্যবহার করা যেতে পারে। কাজের ধরন ও আকার বুঝে স্কেল কম বা বেশি করা হয়ে থাকে। সাধারণত ডিটেইল ড্রয়িং করার জন্য ½" = 1'-0" স্কেল ব্যবহার করা হলেও ড্রয়িং ছোট বা বড় হলে স্কেল বড় বা ছোট করে অঙ্কন করা হয় ।

Content added By

ওয়ার্কিং ড্রয়িং-এ ডাইমেনশন যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই বা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ডিটেইল ড্রয়িং-এর জন্য। কারণ ডিটেইল ড্রয়িং করাই হয় মূলত ড্রয়িংটি স্পষ্টভাবে বুঝে বিস্তারিত ও সঠিক মাপ জেনে কাজ করার জন্য। ড্রয়িংটি স্পষ্টভাবে বোঝার জন্যই বড় স্কেলে করা হয় এবং তাতে ক্ষুদ্র বা সূক্ষ্ম অংশের মাপ বিস্তারিত ভাবে দেখানো যায়। কাজেই মাপ বা ডাইমেনশন ছাড়া ডিটেইল ড্রয়িং শুধু মাত্র প্রদর্শনের জন্য চিত্র বিশেষ । ডিটেইল ড্রয়িং (Detail Drawing) এ ডাইমেনশনিং (Dimensioning) এর প্রয়োজনীয়তা নিম্নরূপ—

  • জটিল অংশসমূহ সঠিক ও নির্ভুল মাপে করার জন্য ডিজাইন বা ড্রয়িং অনুযায়ী বাস্তবে নির্মাণ করার জন্য 
  • ক্ষুদ্র জায়গার সঠিক ব্যবহার করে অপচয় রোধ করার জন্য 
  • ভুলজনিত কারণে খরচ, সময়, শ্রম এ সবের অপচয় রোধ করার জন্য 
  • ম্যাটেরিয়াল্স-এর সঠিক ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অপচয় রোধ করার জন্য 
  • চাহিদা অনুযায়ী ডিজাইন করার জন্য কল্পনা ও ডিজাইনের নান্দনিক অংশকে বাস্তব রূপদান করার জন্য

ডিটেইল ড্রয়িং (Detail Drawing) এ শর্ট নোট (Short Note) এর প্রয়োজনীয়তা ওয়ার্কিং ড্রয়িং-এর অনুরূপ, যেমন—

  • ড্রয়িং-এ অবোধ্য অংশকে প্রকাশের জন্য সঠিক এবং বিকল্প ম্যাটেরিয়ালস ব্যবহার করার জন্য 
  • নির্মাণ পদ্ধতি বর্ণনা করার জন্য 
  • সুপারভিশন পদ্ধতি বর্ণনা করার জন্য
  • ড্রয়িং-এর দ্বিধা বা কনফিউশন এড়ানারে জন্য নির্মাণ কাজে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার জন্য
Content added By
Content added By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. ডিটেইল ড্রয়িং সাধারণত কোন স্কেলে অঙ্কন করা হয়? 

২. 1½" =1'-0" এ স্কেলটি মিটার স্কেলের কোন স্কেলের সমান? 

৩. কিচেন ডিটেইল সাধারণত কোন স্কেলে অঙ্কন করা হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. ডিটেইল ড্রয়িং বলতে কী বোঝায়, বর্ণনা কর । 

২. ডিটেইল ড্রয়িং-এ শর্ট নোট-এর প্রয়োজনীয়তা লেখ। 

৩. ডিটেইল ড্রয়িং-এ ডাইমেনশনিং-এর প্রয়োজনীয়তা লেখ।

Content added By