এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ২ - প্রথম পত্র | NCTB BOOK

পারদর্শিকতা মানদণ্ড:

১. বিয়ারিং শনাক্ত করতে পারব;

২. বিয়ারিং এর টুল শনাক্ত করতে পারব;

৩. বিয়ারিং শ্যাফটের মধ্যে লাগাতে পারব;

৪. শ্যাফটে বিয়ারিং সংযোজন ও বিয়োজন করতে পারব; 

৫. কাজের শেষে সকল মালামালসমূহ নির্দিষ্ট স্থানে সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারব;

চিত্র ২.৩৬ একটি বল বিয়ারিং এর ধারাবাহিক বিন্যাস

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম :

সুরক্ষা সরঞ্জামের নামসংক্ষিপ্ত বিবরণপরিমাণ
সেফটি স্যুমানসম্মত১ জোড়া
গগলসমানসম্মত১টি
হ্যান্ড গ্লাভসমানসম্মত১ জোড়া
অ্যাপ্রনসাইজ অনুযায়ী১টি
মাস্কসাইজ অনুযায়ী১টি

প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্টস ও যন্ত্রপাতি :

যন্ত্রপাতির নামসংক্ষিপ্ত বিবরণপরিমাণ
ফ্লাট স্ক্রু ড্রাইভার৬ ইঞ্চি১টি
ফিলিপস স্ক্রু ড্রাইভার৬ ইঞ্চি১টি
বল পিন হ্যামার৮ ইঞ্চি১টি
রাবারের হ্যামার৮ ইঞ্চি১টি

মালামাল

মালামালের নামসংক্ষিপ্ত বিবরণপরিমাণ
ডাস্টার ক্লথসুতি কাপড়েরপরিমানমত
বিয়ারিংমানসম্মত১ সেট
লুব ওয়েলএস এই ৩০অর্ধ লিটার
WD40 (মরিচা প্রতিরোধক) স্প্রেস্প্রে কন্টেইনার১টি
কিছু বলসহ বোতলপরিবর্তন যোগ্য বল১২টি বলসহ বোতল
তরল ফ্লোর পরিষ্কারক পদার্থপরিষ্কারক পদার্থ১টি
সাবান যুক্ত গরম পানিগরম পানি এবং সাবানপরিমানমত

কাজের ধারা

১. মালামালের তালিকা অনুযায়ী যন্ত্রপাতি, ইকুইপমেন্ট ও মালামাল সংগ্রহ করি।

২. ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ ও পরিধান করি। 

৩. প্রথমে হুইল বা শ্যাফট হতে সকল বিয়ারিং খুলতে হবে।

৪. বিয়ারিং এর উপরে অংশে বসানো প্লাস্টিক কভারটি খুলতে হবে।

৫. বিয়ারিং খুলার সময়ে বল বিয়ারিং এবং কেস এর মধ্যে ছোট স্ক্রু ড্রাইভার প্রবেশ করে হালকা ভাবে উপরের দিকে চাপ দিয়ে খুলতে হবে।

৬. তারপর রাবার সিল খুব সহজে ত্রু ড্রাইভার দিয়ে বের করে আনতে হবে।

৭ ইনার সার্কেল হতে বল বের করে ফ্লোর পরিষ্কারক পদার্থের বোতলে বলগুলো রাখতে হবে।

৮. তারপর বোতলের মুখ লাগিয়ে ঝাকি দিতে হবে এবং বলগুলো দেখতে হবে বলের পৃষ্ঠদেশে কোন

দাগ পড়েছে কিনা। যদি দাগ থাকে তবে পরিবর্তন করতে হবে। ৯. সিলগুলো সাবান যুক্ত গরম পানিতে পরিষ্কার করতে হবে।

১০. তারপর সিল এবং বলগুলোকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুস্ক করতে হবে।

১১. পরবর্তীতে উক্ত সিল এবং বলগুলোকে WD40 স্প্রে দিয়ে ভালভাবে স্প্রে করতে হবে যাতে মরিচা না ধরে।

১২. এরপর ছবি অনুযায়ী পিছন দিক হতে এক এক করে পার্টস সংযোজন করতে হবে।

সতর্কতাসমূহ:

• কাজ করার সময় অব্যশই পিপিই পরিধান করতে হবে।

• সঠিকভাবে টুলসের ব্যবহার নিশ্চিত হতে হবে।

• কাজের সময় অমনোযোগী হওয়া যাবে না। 

• যদি বোঝতে সমস্যা হয় তবে শিক্ষক এর সহায়তা নিতে হবে।

• শিক্ষক এর অনুমতি ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না।

অর্জিত দক্ষতা:

বল বিয়ারিং খুলতে এবং সংযোজন করতে পারবে।

মতামত:

এজাতীয় কাজ ও অন্যান্য বল বিয়ারিং খোলা এবং সংযোজন করতে পারবে।

Content added By