এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

যে কোনো ধরনের আবাসিক ইমারতের এরিয়াসমূহকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়। শুধুমাত্র সার্ভিস এরিয়ায় কিছু কক্ষ সংযুক্তি ছাড়া অন্যান্য কক্ষসমূহ মোটামুটি একই ধরনের। তবে খেলাধুলার, প্রার্থনা, চিত্তবিনাদেনের কক্ষ বা এরিয়া ইত্যাদি কক্ষ বা এরিয়াসমূহ সবাই একত্রে ব্যবহার করে বলে এ সকল কক্ষসমূহ সার্ভিস এরিয়ার অন্তর্ভুক্ত ধরা হয়। বহুতল আবাসিক ইমারতের বিভিন্ন এরিয়া ও এরিয়ার অন্তর্ভুক্ত কক্ষের নামসমূহ নিম্নরূপ—

  • স্লিপিং এরিয়া
    • শয়ন কক্ষ বা বেডরুম (Bed Room )
    • অ্যাটাচ্‌ড টয়লেট ও বারান্দা (Attached' Toilet & Verandah )
    • প্রসাধন বা ড্রেসিং রুম (Dressing Room)  
    • ডেন (Den) বা হবি (Hobby) রুম  
    • প্রার্থনা (Pray Room) 
    • পাঠকক্ষ বা স্টাডি রুম (Study Room) 
    • টেরেস (Terrace)
  • লিভিং এরিয়া
    • বসার ঘর (Living Room)  
    • খাবার ঘর (Dining Room) 
    • খেলাধুলা বা চিত্তবিনাদেনের স্থান (Play or Recreation Room) 
    • পারিবারিক কক্ষ (Family Room) 
    • প্রবেশ কক্ষ (Entry Room, Foyer, Lobby) 
    • সংগীত কক্ষ (Music Room) 
    • লাইব্রেরি (Library) 
    • অতিথি কক্ষ (Guest Room) 
    • পেশিও, লানাই (Patio, Lanai )
  • সার্ভিস এরিয়া
    • রান্নাঘর বা কিচেন (Kitchen Room) 
    • উপযোগ বা ইউটিলিটি কক্ষ (Utility Room) 
    • লন্ড্রি রুম (Laundry Room) 
    • বেজমেন্ট (Basement )
    • গ্যারেজ বা কারপার্কিং (Basement Garage or Carparking) 
    • ওয়ার্কশপ এরিয়া (Workshop Area) 
    • ভাণ্ডার বা স্টোর (Store Room)

বহুতল ইমারতে কিছু কিছু সুযোগ-সুবিধা কমন বা সকলে একত্রে ভাগে বা ব্যবহার করে থাকে যেমন—

 

  •  অভ্যর্থনা কক্ষ (Reception Room) 
  • প্রার্থনা (Pray Area) 
  • সিঁড়ি (Stair case) 
  • লিফ্‌ট (Lift)  
  • অগ্নি নির্গমন সিঁড়ি বা ফায়ার স্টেয়ার (Fire Escape or Fire Stair) 
  • গারবেজ স্যুট (Garbage Shoot) 
  • হল রুম (Hall Room) 
  • কমন প্লে এরিয়া (Common Play area )

 

Content added By