এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
  • ছাদে বৃষ্টির পানি নিষ্কাশনের ঢাল (Slope ) এর পরিমাণ দেয়া থাকে বলে নির্মাণ কাজ সহজ হয় এবং পানি সহজেই নিষ্কাশিত হতে পারে (চিত্র-৭.৩)।
  • পানি নিষ্কাশনের ঢাল এর দিক দেখানো হয় বলে সেই বরাবর পানি নামানোর পাইপ বসাতে সুবিধা হয়। (চিত্র-৭.৩)।
  • পানি নিষ্কাশনের ঢাল ও দিক দেয়া না থাকলে এবং সেই অনুযায়ী বা সমতল ছাদ হলে পানি দ্রুত নিষ্কাশিত হবে না এবং পানি জমে থাকবে। এতে ছাদ এবং সিলিং স্যাতস্যাতে হয়ে থাকবে।

চিত্র-৭.৩ঃ রুফ প্ল্যানের বিভিন্ন অংশ

  • ছাদের সব পানি নিষ্কাশিত না হয়ে জমে থাকলে পানির চাপে ছাদ ধ্বসে পড়তে পারে।
  • ছাদের পানি পাইপ দিয়ে নেমে কোন পথে বা ড্রেনে/পাইপে বাইরের ড্রেন বা সিউয়ারেজ লাইনে যাবে তার ঢালও উল্লেখ করা থাকে। এতে প্লটের পানিও দ্রুত নিষ্কাশিত হয় এবং পানি জমে সাঁতস্যাতে হয় না বা মশা-মাছির জন্ম দেয় না কিংবা গাছপালার ক্ষতি করে না।
Content added By