এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ২ - প্রথম পত্র | NCTB BOOK

পারদর্শিকতা মানদন্ড :

১) কাজের প্রয়োজন অনুযায়ী পাইপ নির্বাচন করতে পারব;

২) ফিটিংস এর সঠিকতা যাচাই করতে পারব;

৩) প্রয়োজন অনুযায়ী প্রকৃত পরিমাপের কার্যক্ষমতা চেক করতে পারব;

৪) পাইপ ফিটিংসমূহ যথাস্থানে ব্যবহার ও সংরক্ষণ করতে পারব;

চিত্র ৪.১৫; পাইপ ফিটিংস সমুহ

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম:

সুরক্ষা সরঞ্জামের নামসংক্ষিপ্ত বিবরণপরিমাণ
সেফটি সুসাইজ অনুযায়ী১ জোড়া
গগলসমানসম্মত১টি
হ্যান্ড গ্লাভসসাইজ অনুযায়ী১ জোড়া
অ্যাপ্রোনমানসম্মত১টি
মাস্কমানসম্মত১টি

প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস):

যন্ত্রপাতির নামসংক্ষিপ্ত বিবরণপরিমাণ
ফ্লাট স্ক্রু ড্রাইভার৬ ইঞ্চি১টি
ফিলিপস স্ক্রু ড্রাইভার৬ ইঞ্চি১টি
পাইপ ভাইসমানসম্মত১টি
হ্যাকসমানসম্মত১টি
পাইপ গ্রেড কাটিং ডাইমানসম্মত১ সেট
মার্কিং টুলমানসম্মত১টি

ইকুইপমেন্ট:

ইকুইপমেন্ট এর নামসংক্ষিপ্ত বিবরণপরিমাণ
এক টুকরা পাইপ২ ইঞ্চি২ ফিট

মালামাল :

মালামালের নামসংক্ষিপ্ত বিবরণপরিমাণ
ডাস্টার ক্লথসুতি কাপড়ের১টি
লুব ওয়েলএস এই ৩০অর্ধ লিটার
WD40 (মরিচা প্রতিরোধক) স্প্রেস্প্রে কন্টেইনার১টি
পেইটিং ব্রাশপরিমানমত১টি
ওয়ার ব্রাশপরিমানমত১টি
সিলিং কম্পাউন্ডপরিমানমত১টি

কাজের ধারা

১. মালামালের তালিকা অনুযায়ী যন্ত্রপাতি, ইকুইপমেন্ট ও মালামাল সংগ্রহ করি।

২. ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ ও পরিধান করি। 

৩. প্রথমে চিত্রের ন্যায় পাইপের টুকরাটি ভাইসের মধ্যে আটকাও।

৪. ভাইসের স্পিন্ডল ডান মোচড়ে ঘুরিয়ে পাইপকে মৃদু চাপে আটকাতে হবে বা অনড় করতে হবে 

৫. ৩০ ডিগ্রী কোণে সম্মুখ দিকে ঢালু করে পাইপের চিহ্নিত অংশের উপর হ্যাক’স স্থাপন করতে হবে।

৬.এ অবস্থায় শুধুমাত্র সামনের দিকে স' বার চালনা করতে হবে।

৭. এবার হ্যাক’সকে আনুভূমিক অবস্থায় রেখে প্রতি মিনিটে ৪০-৫০ বার এবং পরিমিত চাপে চালনা করতে হবে।

৮. ডান হাতকে হ্যাক'স চালনার জন্য ব্যবহার করতে হবে এবং বাঁ হাতের সাহায্যে হ্যাক'স ফ্রেমকে লম্বভাবে ধরে রাখতে হবে যেন কর্তন কোনো দিকে বাঁকা কিংবা মোচড় খেতে না পারে। 

৯. এভাবে পাইপ কর্তনের কাজ সম্পন্ন করতে হবে।

সতর্কতাসমূহ:

কাজ করার সময় অব্যশই পিপিই পরিধান করতে হবে।

সঠিকভাবে টুলসের ব্যবহার নিশ্চিত হতে হবে।

কাজের সময় অমনোযোগী হওয়া যাবে না।

• যদি বোঝতে সমস্যা হয় তবে শিক্ষক এর সহায়তা নিতে হবে।

• শিক্ষক এর অনুমতি ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না।

বিশেষ নির্দেশনা:

পাইপ কর্তনের সময় সঠিক হিসেব করে সাবধানতার সাথে ব্যাবহারিক কার্য সম্পাদন করতে হবে।

অর্জিত দক্ষতা:

এই জব সম্পন্ন করে একটি দক্ষতার সাথে পাইপ কর্তন কার্য সম্পাদন করতে পারব।

Content added By