এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অ্যালুমিনিয়াম দরজা জানালার মেটাল দরজা জানালার একটি অংশ যা বর্তমানে প্রায় সর্বত্র ব্যবহার হয়ে আসছে। স্লাইডিং করা যায় বলে পাল্লা খুলতে জায়গা লাগে না। তবে এ দরজা জানালার অর্ধেক বন্ধ থাকে বলে বাতাস চলাচলে ওপেনিং এর ৫০% স্পেস পাওয়া যায়। পর্যাপ্ত আলো পাওয়া যায় এবং পাল্লা খোলা বা বন্ধ করার সময় ভেঙ্গে যায় না বলে অ্যালুমিনিয়ামের দরজা (Door) জানালার (Window) ব্যবহার ক্রমশ বাড়ছে। নিচে অ্যালুমিনিয়ামের (Aluminum) দরজা (Door) জানালার (Window) প্রয়োজনীয়তা বর্ণনা করা হল—

  • স্লাইডিং করা হয় বলে পাল্লা খুলতে জায়গা লাগে না ।
  • কাঠের তুলনায় বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ।
  • এ ধরনের দরজা-জানালা অধিক অগ্নিরোধক হয় ।
  • আবহাওয়া পরিবর্তনে এর সংকোচন ও প্রসারণ ঘটে না।
  • এটিতে ঘুনেও ধরে না ও পানির সংস্পর্শে পচনও হয় না ।
  • রক্ষণাবেক্ষণ সহজ ও অত্যন্ত স্বল্প ব্যয় সাপেক্ষ।
  • অ্যালুমিনিয়ামে ফ্রেমিং-এর জন্য কাঁচের পরিমাণ বেশি পাওয়া যায় ফলে আলো বেশি প্রবেশ করে ।
  • তুলনামূলক কম দক্ষ কারিগরের প্রয়োজন ও ততটা শ্রম সাধ্য নয়।
  • তৈরি মাপে পাওয়া যায় বলে সময় কম লাগে।
Content added By