এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ২ - দ্বিতীয় পত্র | NCTB BOOK

ব্যবহারের উপর ভিত্তি করে ওয়েল্ডিং কাজে টুলস ও ইকুপমেন্ট দুই প্রকারের হয়ে থাকে। যেমন-

১। হ্যান্ড টুল' (Hand Tools) 

২। পাওয়ার 'টুল'স (Power Tools)

১.১ হ্যান্ড টুলস (Hand Tools)

যে সমস্ত টুলস হাতে চালনা করে ব্যবহার করা হয় সেগুলোই হ্যান্ড টুলস। ওয়েস্তারগণ যে সমস্ত টুলস ওয়েল্ডিং করার সময়, আগে ও পরে হাতে চালনা করে ওয়েল্ডিং কাজসমূহ সম্পন্ন করে থাকে, সেগুলোকে 'ওয়েডিং হ্যান্ড টুন'স বলে। যেমন-বল দিন হ্যাগার, চিপিং হ্যামার, ফাইল, হ্যাকস, কোষ্ণ চিজেল ইত্যাদি। সাধারণত এ ধরনের টুল'স বিদ্যুৎ শক্তি চালিত হয় না। এ ধরনের টুল'স ওজনে হালকা ও খুব সহজে ও নিরাপদে ব্যবহার করা যায়।

১.২ পাওয়ার টুলস Power Tools)

একজন ওয়েন্ডার ওয়েল্ডিং এর আগে বা পরের কাজগুলো করার জন্য পাওয়ার বা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যে সমস্ত টুলস ব্যবহার করে থাকে সেগুলোকেই মূলত পাওয়ার টুলস বলে। সাধারণত এ ধরনের টুলস ওজনে অপেক্ষাকৃত তারি ও অধিক সতর্কতার সাথে এগুলো ব্যবহার করতে হয়। যেমন-হ্যান্ড গ্রাইন্ডার, পাওয়ার ছিল ইত্যাদি।

Content added || updated By