On This Page
এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
Please, contribute to add content into বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে স্ট্রাকচারাল ড্রয়িং অঙ্কন.
Content
Please, contribute to add content into একটি নির্মাণাধীন বহুতল আবাসিক ইমারত পরিদর্শন করবে.
Content

অঙ্কন প্রণালিঃ  অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের ট্রেঞ্চ প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • প্রথমে কলাসসমূহ ফ্লোর প্ল্যান থেকে কপি করে নিতে হবে। লাইন কমান্ড দিয়ে কলামের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত লাইন এঁকে নিতে হবে।
  • এবার রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে কয়েকটি ট্রেঞ্চের আকারে বক্স (8'-0"×8'-0", 9'-6"×9'-6", 16'-6"-16'-0" এবং 13'-2"×8'-6") তৈরি করে নিতে হবে।
  • এবার চারকোণায় 8-0×8-0 চারটি, সিঁড়ির দুইপাশে 100×100 দুটি মাঝ বরাবর 13-2x9-0 চারটি এবং অন্যান্য সবকটি 90×9-0 মাপের বক্স কপি করে বসাতে হবে।
  • এবার ডাইমেনশন কমান্ডের সাহায্যে চিত্রের (চিত্র-৮.২) মত পরপর মাপ প্রদান করতে হবে এবং প্রতিটি বক্সের মাপ আলাদা করে প্রদান করতে হবে।
Content added By

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing ) এর প্ল্যান ७ সেকশন অঙ্কন করে মাপ' ও রড দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল -

লাইন, অফসেট, টিম, হ্যাচ ইত্যাদি কমান্ড দিয়ে নিচের নমুনা চিত্রের (চিত্র-৮.৩.১) মত করে কলাম ফুটিংটি এঁকে নিতে হবে ।

ডাইমেনশন কমান্ড দিয়ে মাপসমূহ দিতে হবে। এক্ষেত্রে ED লিখে এন্টার করলে ডাইমেনশন লাইনের টেক্সটসমূহ এডিট করা যাবে। মাপ না লিখে DF, d1, d2 ইত্যাদি প্রয়োজন অনুযায়ী লিখতে হবে

যেকোন ফুটিং-এর জন্য নিজের (চিত্র-৮.৩.২) ছকটি লাইন দিয়ে এঁকে বা ছকে ক্লিক করে টেবিলের কলাম 'ও সারি (Row) সংখ্যা এবং কলামের চওড়া ও সারির উচ্চতা লিখে টেবিল ইনসার্ট করে, ভিতরের টেক্সটসমূহ লিখে নিতে হবে।

Content added || updated By

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে কৰাইড ও স্পাইরাল কলাম ফুটিং (Combined & Spiral Column Footing) এর প্ল্যান ও সেকশন অঙ্কন করে মাপ ও রভ দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ নিচে লিখিত হল-

পূর্বের (৮.৩) একই নিয়মে নিজের চিত্রানুযায়ী (চিত্র-৮.৪ ও ৮.৫) ফুটিসমূহ এঁকে নিতে হবে। কোনো স্ট্রাকচারে কম্বাইন্ড ও স্পাইরাল কলাম ফুটিং থাকলে ফুটিং শিডিউলে তা উল্লেখ করে দিতে হবে ।

Content added By

অঙ্কন প্রণালিঃ 

  • লাইন, অফসেট, টিম ইত্যাদি কমান্ড দিয়ে নিচের নমুনা চিত্রের মত করে বিমসমূহ এঁকে নিতে হবে।
  • ডাইমেনশন কমান্ড দিয়ে মাগসমূহ দিতে হবে। এক্ষেত্রে HD লিখে এন্টার করলে ডাইমেনশন লাইনের। টেক্সটসমূহ এডিট করা যাবে। সাপ না লিখে প্রয়োজন অনুযায়ী অক্ষর লিখা যায়।
Content added By

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে ওয়ান ওয়ে ও টু-ওয়ে স্ল্যাব ও ফ্লাট প্লেটে রঙ প্লেসমেন্ট অঙ্কন করে মাপ ও র দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—

  • লাইন, অফসেট, ট্রিম ইত্যাদি কমান্ড দিরে নিচের নমুনা চিত্রের (চিত্র-৮.৮, ৮.৯ ও ৮.১০) মত করে। সিঁড়ির ফ্লাইটে রড প্লেসমেন্ট করে নিতে হবে।
  • এখানে ১-ওরে এবং ২-ওরে স্ল্যাব-এর সাথে একটি সম্পূর্ণ ইমারতের রঙ প্লেসমেন্ট দেখানো হয়েছে। 
Content added By

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে সিঁড়ির ফ্লাইটে রঙ প্লেসমেন্ট (Reinforcement in Stair Flight) এর অঙ্কন করে মাপ ও রড দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • লাইন, অফসেট, টিম ইত্যাদি কমান্ড দিয়ে নিচের নমুনা চিত্রর (চিত্র-৮.১১) মত করে সিঁড়ির ফ্লাইটে রড প্লেসমেন্ট করে নিতে হবে।
  • এখানে নিচের ল্যান্ডিং-এর নিচের স্তরের লম্বা রড উপরের ল্যান্ডিং এ উপরের স্তরে উঠে যেভাবে বাঁকানো দেখানো হয়েছে সেভাবে বাঁকা করে আঁকতে হবে। এবং উপরের ল্যান্ডিং-এ নিচের ঘরের রড বেঁকে ফ্লাইটের উপরের দিকে চলে যাবে।
  • একটি ফ্লাইট আঁকা হলে অন্য ফ্লাইটটি মিরর ও মুক্ত করে এঁকে নেয়া যাবে। এরপর টেক্সট ও ডাইমেনশন দিয়ে কাজটি সম্পন্ন করতে হবে ।
Content added By

Promotion