এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অঙ্কন প্রনালি: অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Elevation অঙ্কন ও হ্যাচ করার জন্য প্রয়োজনীয় ধাপসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • বহুতল আবাসিক ইমারতটির সম্মুখের কিছু অংশ কপি করে ড্রয়িং স্ক্রিনের অন্য স্থানে নিয়ে বসাতে হবে। একে অর্থো অন করে 90° কোণে রোটেট করে নিতে হবে।
  • এবার লাইন কমান্ড দিয়ে অনেকটা নিচে একটি অনুভূমিক লাইন আঁকতে হবে ।
  • প্রতিটি ভাগ বা ব্রেক পয়েন্ট থেকে নিচের লাইন পর্যন্ত লম্বা লাইন টানতে হবে।
  • এবার নিচের লাইনটি ১০ পর পর ৬ তলার জন্য ৬ বার অফসেট করতে হবে।
  • এরপর দেয়াল বরাবর অঙ্কিত বাড়তি লাইনসমূহ নিম করে ফেলতে হবে।
  • ট্রিম করার পর এলিভেশনটি চিত্রের (চিত্র-৩.১.২) মত দেখাবে।
  • এবার অফসেট ও লাইন কমান্ড দিরে চিত্রের (চিত্র-৩.১.৩) যত মাপ অনুযারী সবচেরে উপরের দুটি ফ্লোরের বারান্দায় স্লাইডিং দরজা ও রেলিং বা নিজের পছন্দমত রেলিং আঁকতে হবে। অক্ষনের পর অপ্রয়োজনীয় ও বাড়তি লাইন ডিলিট ও টিম করে ফেলতে হবে।
  • বারান্দায় স্লাইডিং দরজা ও রেলিং অঙ্কন করে অপ্রয়োজনীয় ও বাড়তি লাইন ডিলিট ও টিম করার পর চিত্রের (চিত্র-৩.১.৪) মত দেখাবে।
  • এবার ছুটি বারান্দা ও রেলিং দরজাসহ কপি করে নিচের দিকে 15', 25', 35', 45', 55' পর পর বসাতে হবে। এরপর মাঝে বরাবর বিপরীত দিকে লম্বভাবে মিরর করে বসাতে হবে।
  • সকল বারান্দা, স্লাইডিং দরজা ও রেলিং অঙ্কন করার পর চিত্রের (চিত্র-৩.১.৫) যত দেখাবে।
  • এবার বারান্দার রেলিং-এর মত ছাদের প্যারাপেট একে নিতে হবে।
  • লাইন কমান্ড দিয়ে সিঁড়ি বরাবর সিঁড়ি ঘর (এখানে ৮'৬" উঁচু নেয়া হয়েছে) এঁকে নিতে হবে।
  • লাইন কমান্ড দিয়ে বাউন্ডারি ওয়াল (এখানে ৫'-৬" উঁচু নেয়া হয়েছে) এঁকে নিতে হবে।

হ্যাচ করার জন্য (জব নং-৩.২):

  • প্রয়োজনীয় হ্যাচ বা যে কোন নামে লেয়ার তৈরি করে এটিকে কারেন্ট লেয়ার করে নিতে হবে।
    • H লিখে এন্টার বা ড্র টুলবারের আইকনে ক্লিক,
    • হ্যাচ ডায়লগ বক্সের হ্যাচ এর প্যাটার্ন থেকে ব্রিক সিম্বল (AR-BRSTD) সিলেক্ট
    • Add Pick Point এ ক্লিক,
    • যে এরিয়াতে হ্যাচ করতে হবে তার মধ্যে ক্লিক করে প্রিভিউ দেখে ok করতে হবে।

এভাবে চিত্রের মত বা নিজের পছন্দমত অংশে ব্রিক হ্যাচ করতে হবে। এখানে AR-BRSTD সিম্বল বা প্যাটার্ন এবং স্কেল-৩ নিয়ে হ্যাচ করা হয়েছে।

  • আবার জানালার বা স্লাইডিং দরজার হ্যাচ করার জন্য H লিখে এস্টার করে গ্রেডিয়েন্ট থেকে একটি পছন্দমত শেড টাইপ ক্লিক করে Add Pick Point এ ক্লিক করে যে এরিয়াতে হ্যাচ করতে হবে তার মধ্যে ক্লিক করে প্রিভিউ দেখে ok করতে হবে।
  • এভাবে প্রয়োজনীয় অংশ হ্যাচ করার পর এলিভেশনটি চিত্রের (চিত্র-৩.২.১) মত দেখাবে।
Content added By